ওয়াকফ বিল নিয়ে এবার কল্যাণ-নিশিকান্তর ঝামেলা, বিরোধীদের ১০ সাংসদ সাসপেন্ড JPC থেকে

Published : Jan 24, 2025, 04:17 PM ISTUpdated : Jan 24, 2025, 04:24 PM IST
Parliament Session

সংক্ষিপ্ত

যৌথ সংসদীয় কমিটির চেয়ার ম্যান জগদম্বিকা পাল ১০ সাংসদকে সাসপেন্ড করেছেন। ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার 

ওয়াকফ বিল ( Waqf Bill) নিয়ে যৌথ সংসদীয় কমিটির (Joint Parliamentary Committee) বৈঠকে আবারও হট্টোগোল। শাসক ও বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদ। উত্তাল হয়ে ওঠে সাংসদ চত্ত্বর। এই পরিস্থিতিতে ওয়াকআউট করে বিরোধীরা। তারপরই তৃণমূল কংগ্রেস -সহ ১০ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তেমনই দাবি করেছে তৃণমূল কংগ্রেসের (TMC)একটি সূত্র। তালিকায় রয়েছে কল্য়াণ বন্দ্যোপাধ্যায়য়ও (Kalyan Banerjee)। আগেও ওয়াকফ বিল ইস্যুতে আলোচনার সময় কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ও বিজেপির সাংসদদের মধ্যে ঝামেলা হয়েছিল।

যৌথ সংসদীয় কমিটির চেয়ার ম্যান জগদম্বিকা পাল ১০ সাংসদকে সাসপেন্ড করেছেন। ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ান হয়েছিল। শুক্রবার ও শনিবার চেয়ারম্যান জগদ্বমিকা পাল শেষ দফার বৈঠক ডেকেছিল। কিন্তু সেখানেও প্রবল বচসা হয়।

যেহেতু শেষ দফার বৈঠক তাই এদিন সংসদ চত্ত্বরে উত্তেজনা হতে পরে এমনটা আগে থেকেই আঁচ করা হচ্ছে। সেই ঘটনাই এবার ঘটল। বৈঠকের শুরুতেই বাদানুবাদে জডিয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ও নিশিকান্ত দুবে। বিরোধীদের অভিযোগ জেপিসির চেয়ারম্যান রিপোর্ট দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছেন। এই নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। বহু পক্ষের সঙ্গে কথা বলা দরকার বলেও জানিয়েছেন তিনি। এদিন তিনি তড়িঘড়ি বৈঠক ডাকেন বলেও অভিযোগ বিরোধীদের। আর তাতেও আপত্তি ছিল বিরোধীদের। জগদম্বিকা পাল ২৫ থেকে ২৭ জানুয়ারির মধ্যে বৈঠক ডাকতে চাইলেও আপত্তি তোলে বিরোধীরা। তারপরই শুরু হয় বাদানুবাদ। যার জেরে ওয়াকআউট করেন বিরোধীরা। তারপরই চেয়ারম্যান ১০ জনকে সাসপেন্ড করেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের