এক লাফে ১২ % DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, বাড়বে পেনশনও, বছর শেষের বিরাট চমক

হরিয়ানার রাজ্য সরকারি কর্মীদের জন্য ১২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতাধীন কর্মীরা এই বৃদ্ধির সুবিধা পাবেন এবং জুলাই থেকে এটি কার্যকর হবে। বকেয়া ডিএ জানুয়ারিতে প্রদান করা হবে।
Sayanita Chakraborty | Published : Nov 30, 2024 9:55 AM / Updated: Nov 30 2024, 11:33 AM IST
110

ফের খবরে রাজ্য সরকারি কর্মীরা। তাদের কত শতাংশ ডিএ বাড়বে তা নিয়ে রোজ চলছে চর্চা।

210

মাঝে শোনা গিয়েছিল ৪ শতাংশ ডিএ বাড়তে পারে বাংলার রাজ্য সরকারি কর্মীদের। তবে, পরে কোনও নিশ্চিত খবর মেলেনি।

310

এমনকী, শোনা গিয়েছিল মমতা সরকার এবছর বেতন বাড়াবে না। তবে, পরে মুখ্যমন্ত্রী জানান তিনি বেতন বৃদ্ধির পথে হাঁটবেন।

410

এবার ফের প্রকাশ্যে ডিএ সংক্রান্ত খবর। অবশেষে ১২ শতাংশ ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের।

510

তবে, এই ডিএ বাংলায় নয় বাড়ছে হরিয়ানায়। সেখানে ১২ শতাংশ হারে ডিএ দেওয়া হবে বলে খবর।

610

সদ্য হরিয়ানা সরকার অর্থ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে এমন তথ্য।

710

রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনে আওতায় আছেন তাদের ১২ শতাংশ মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বাড়ানো হচ্ছে।

810

২০২৪ সালের জুলাই থেকে অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের মতোই জুলাই থেকে পঞ্চম বেতন কমিশনের আওতাধীন রাজ্য সরকারি কর্মীরা বর্ধিত ডিএ কার্যকর হচ্ছে।

910

এই ঘোষমার ফলে জুলাই থেকে রাজ্য সরকারি কর্মী ও অপসরপ্রাপ্ত কর্মীরা ৪৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

1010

জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত যে চার মাসের ডিএ বকেয়া আছে, সেটা মিলবে জানুয়ারিতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos