দুর্দান্ত খবর! একধাক্কায় ৭% DA বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের! কবে থেকে মিলবে অতিরিক্ত টাকা?

২০২৫ সাল অবধি অপেক্ষা করতে হল না! তার আগেই চলে এল সুখবর। ৭% ডিএ (Dearness Allowance) বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করেছে সরকার।

Parna Sengupta | Published : Nov 29, 2024 3:30 AM IST
111

নভেম্বর শেষ হওয়ার আগেই মিলল ‘গুড নিউজ’। শুধু তাই নয়! বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে জানানো হয়েছে, নয়া হারে ডিএ (DA) কবে থেকে মিলবে।

211

রাজ্য সরকারি কর্মীদের ৭% ডিএ (Dearness Allowance) বাড়াল সরকার

311

সম্প্রতি রাজ্যের তরফ থেকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির (DA Hike) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

411

সেখানে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদের ৭% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে।

511

এতদিন তাঁরা ২৩৯% হারে ডিএ পাচ্ছিলেন, এবার সেটা বেড়ে দাঁড়াল ২৪৬%।

611

কবে থেকে নয়া হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাওয়া যাবে সেটাও ইতিমধ্যেই জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্য।

711

বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে।

811

নভেম্বর মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পাবেন তাঁরা। পাশাপাশি বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় আপডেট দেওয়া হয়েছে।

911

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, গত জুলাই মাস থেকে অক্টোবর মাস অবধি রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) যে বকেয়া ডিএ রয়েছে সেটাও মিটিয়ে দেওয়া হবে।

1011

তবে এই বছর না, সেটা আগামী বছর পাওয়া যাবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য।

1111

অর্থাৎ নতুন বছরের শুরুতেই গত কয়েক মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন হরিয়ানার ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মচারীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos