উৎসবের আনন্দে নাচতে নাচতে হঠাতই মুখ থুবড়ে পড়ল কিশোর, তেলঙ্গানায় অকালমৃত্যুর ভিডিয়ো দেখে স্তম্ভিত নেটিজেনরা

নাচতে নাচতে আচমকা একেবারে পাথরের মূর্তির মতো থেমে গিয়ে দাঁড়িয়ে পড়েন মুত্যম, তারপর ২ সেকেন্ডের মধ্যে মাটিতে মুখ থুবড়ে পড়েন তিনি! 

আত্মীয়ের বিয়ের চূড়ান্ত আনন্দ বদলে গেল ভয়ঙ্কর বিষাদের কান্নায়। বিয়েবাড়ির উদযাপনের আবহে ঘনিয়ে এল মর্মান্তিক বিপর্যয়। তেলঙ্গানার ঘটনা দেখে স্তম্ভিত পরিবারের সদস্য থেকে শুরু করে সমস্ত এলাকাবাসী। বিয়েবাড়িতে নাচতে নাচতে গিয়ে হঠাতই মুখ থুবড়ে পড়ল এক কিশোর। মুহূর্তের মধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিয়ো দেখে স্তম্ভিত নেটিজেনরা।

মুখ থুবড়ে পড়া ওই কিশোরের বয়স মাত্র ১৯ বছর বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার হায়দরাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামে। এদিন সন্ধেবেলা এই গ্রামেই নিজের আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুদূর মহারাষ্ট্র তেলঙ্গনায় থেকে এসেছিলেন ১৯ বছর বয়সি মুত্যম।

Latest Videos

উদযাপনের মেজাজে মেতে ছিলেন বিয়েবাড়ির সমস্ত অতিথিরাই। নাচে গানে গমগম করছিল আনন্দের উৎসব। তাঁদের সঙ্গেই পাল্লা দিয়ে সানন্দে নাচতে শুরু করেন ওই কিশোর। কিন্তু, হঠাতই ঘটে ছন্দপতন। নাচতে নাচতে আচমকা একেবারে পাথরের মূর্তির মতো থেমে গিয়ে দাঁড়িয়ে পড়েন মুত্যম, তারপর ২ সেকেন্ডের মধ্যে মাটিতে মুখ থুবড়ে পড়েন তিনি! কী হয়েছে, সে সম্পর্কে বাকি অতিথিরা কিছু বুঝে উঠতে পারছিলেন না। তাঁরা ওই কিশোরকে তুলে নিয়ে তাড়াতাড়ি রওনা দেন নিকটস্থ ভাইন্সা হাসপাতালের দিকে। কিন্তু, ততক্ষণে যা হওয়ার, তা হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই কর্তব্যরত চিকিৎসকরা মুত্যমকে ‘মৃত’ বলে ঘোষণা করেন।

এর ঠিক ২-৩ দিন আগে, ২২ ফেব্রুয়ারি হায়দরাবাদের একটি জিমে ব্যায়াম করছিলেন মাত্র ২৪ বছর বয়সি এক পুলিশ কনস্টেবল। ব্যায়াম করতে করতে হঠাতই হার্টফেল হয়ে পড়ে গিয়ে মারা যান তিনি। তাঁর পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হল মাত্র ১৯ বছর বয়সি কিশোরের। ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে হায়দরাবাদের পারদি গ্রাম।

 


আরও পড়ুন-
কলকাতায় কমল সর্বনিম্ন তাপমাত্রা, তবে বেলা বাড়লেই হু হু করে চড়বে পারদ
নন্দিনী চক্রবর্তীর পর কে হবেন রাজ্যপাল আনন্দ বোসের সচিব? নবান্নের তরফে পাঠানো হল ৩ জনের নাম
Nagaland Meghalaya Elections : সোমবার নাগাল্যান্ড-মেঘালয়ে বিধানসভা ভোট, প্রথমবার ময়দানে কতটা কঠিন হবে তৃণমূলের লড়াই?

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today