মেঘালয়ের পাশাপাশি প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডেও আজ বিধানসভা ভোট। দুই রাজ্যেই মোট ৬০টি বিধানসভা আসনের মধ্যে ভোট হচ্ছে মোট ৫৯টি আসনে।
বিগত পাঁচ বছর ধরে মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং বিজেপি মিলে একজোট হয়ে রাজ্যে শাসন কায়েম রাখলেও ২০২৩-এর বিধানসভা নির্বাচনে পৃথক হয়ে লড়াই করছে দুই গোষ্ঠী। কনরাড সাংমার নেতৃত্বে তাঁর দল এনপিপি লড়াই করছে মোট ৫৭টি আসনে। আর বিজেপি ৬০টি আসনে প্রার্থী দিয়েছে। ভিনসেন্ট পালার নেতৃত্বে ৬০টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। স্থানীয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিআই) প্রার্থী দিয়েছে মোট ৪৬টি আসনে।
মেঘালয়ের রাজনীতির ময়দানে এই প্রথমবার জোরদার টক্কর দিচ্ছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের হয়ে প্রচার করতে ভোটের আগে দু’বার মেঘালয়ে এসেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে থেকে প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথমবার মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল। তারাও ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে।
মেঘালয়ের পাশাপাশি প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডেও আজ বিধানসভা ভোট। দুই রাজ্যেই মোট ৬০টি বিধানসভা আসনের মধ্যে ভোট হচ্ছে মোট ৫৯টি আসনে। নাগাল্যান্ডের নেতা নিফো রিওর দল ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সঙ্গে একজোট হয়ে লড়াই করছে কেন্দ্রের শাসকদল বিজেপি। এনডিপিপি ৪০টি আসনে লড়াই করছে, বিজেপি লড়ছে মোট ২০টি আসনে। দুই দলের জোট সরকারই বর্তমানে ক্ষমতায় রয়েছে নাগাল্যান্ডে। আবারও ক্ষমতায় প্রত্যাবর্তনে মরিয়া দুই যুযুধান পক্ষ। নাগা পিপলস পার্টি (এনপিপি) এ রাজ্যে মোট ২২টি আসনে লড়াই করছে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৩টি আসনে।
দুই রাজ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৪টে পর্যন্ত।
আরও পড়ুন-
ফেব্রুয়ারির শেষে এসে কোন শহরে বাড়ল জ্বালানির দাম? দেখে নিন সোমবারের পেট্রোল-দর
কলকাতায় কমল সর্বনিম্ন তাপমাত্রা, তবে বেলা বাড়লেই হু হু করে চড়বে পারদ
সোয়েটার-জ্যাকেট না থাকলে পেটের মেদ ঢাকবেন কীভাবে? জেনে নিন গরমকালের বিশেষ স্টাইলিং টিপস