26/11 Mumbai Terror Attacks: হেমন্ত কারকারেকে মারেনি আজমল কাসব! কংগ্রেস নেতার দাবিতে বিতর্ক

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বারবার পাকিস্তান প্রসঙ্গ উঠে আসছে। কংগ্রেসের পাকিস্তান-যোগের অভিযোগে সরব বিজেপি।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলাকে আরএসএস-এর চক্রান্ত বলে অভিযোগ করেছিল কংগ্রেস। প্রায় ১৬ বছর পর লোকসভা নির্বাচন চলাকালীন একই অভিযোগ করলেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াডেত্তিকর। তাঁর দাবি, সন্ত্রাস দমন শাখার প্রাক্তন প্রধান হেমন্ত কারকারেকে আজমল কাসবের মতো পাকিস্তানি জঙ্গিরা গুলি করে মারেনি। তাঁকে গুলি করেন আরএসএস-এর সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিক। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলা সংক্রান্ত মামলায় বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম এই তথ্য আড়াল করেছিলেন বলেও দাবি করেছেন ওয়াডেত্তিকর। এবারের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর-মধ্য কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন উজ্জ্বল। তাঁকে আক্রমণ করতে গিয়েই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ উল্লেখ করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি।

উজ্জ্বলকে আক্রমণ ওয়াডেত্তিকরের

Latest Videos

উজ্জ্বলকে আক্রমণ করে ওয়াডেত্তিকর বলেছেন, ‘নিকম আইনজীবী না, দেশদ্রোহী। আজমল কাসবের মতো জঙ্গিদের গুলিতে কারকারের মৃত্যু হয়নি। আরএসএস-এর ঘনিষ্ঠ এক পুলিশ আধিকারিকের গুলিতে কারকারের মৃত্যু হয়। সেই অফিসারকে বাঁচাতে বিশেষ আদালতে এই তথ্য-প্রমাণ চেপে যান নিকম।’

 

 

ওয়াডেত্তিকরকে তোপ বিজেপি-র

ওয়াডেত্তিকর তীব্র আক্রমণ করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, ‘কংগ্রেসের কী অবস্থা! ওরা কি ভোট চাইতে পাকিস্তানে যাচ্ছে? আমরা উজ্জ্বল নিকমকে টিকিট দেওয়ার পর বিরোধী নেতারা বলছেন, তিনি কাসবের নামে মিথ্যা অভিযোগ করেছিলেন। মুম্বইয়ে হামলা চালানো আজমল কাসবকে নিয়ে চিন্তিত বিজয় ওয়াডেত্তিকর।’ বিজেপি মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা বলেছেন, ‘পাকিস্তান যে কংগ্রেস ও রাহুল গান্ধীর জন্য প্রার্থনা করছে, তাতে বিস্ময়ের কিছু নেই। রাষ্ট্রনীতির চেয়ে ভোটব্যাঙ্কের রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। বাটলা, আফজল, ইয়াকুবন, নকশালদের শহিদ আখ্যা দেওয়ার পর এবার উজ্জ্বল নিকমের মতো দেশভক্তকে নিয়ে সন্দেহ প্রকাশ করে পাকিস্তানকে ক্লিন চিট দিচ্ছে কংগ্রেস। ভারত এই দেশদ্রোহীদের ভুলবে না।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জেলে আজমল কাসব-কে খুন করার সুপারি পেয়েছিল দাউদ-এর গ্যাঙ, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

'ভারত মাতা কি জয়', মাটিতে মাথা ঠেকিয়ে বলেছিল ২৬/১১ হামলার জঙ্গি আজমল কাসব

'মুম্বই তছনছ 'হিন্দু সন্ত্রাসে'', এমন খবর করার ষড়যন্ত্রই করেছিল আজমল কাসব-রা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?