পরিবেশ সচেতনতায় উদ্যোগী বড়িশা ক্লাব, খোলসা করল তাদের পুজোর নতুন থিম

  • ৩১ তম বর্ষে পদার্পণ করতে চলেছে বড়িশা ক্লাব
  • এবছর তাদের ভাবনা 'ফাইভ জি'
  • প্রকৃতির উপর 'ফাইভ জি'-র প্রভাব নিয়েই তৈরি হবে এবারের প্যান্ডেল
  •  গতবছর তাদের প্যান্ডেলের থিম ছিল ঋণ

বছর ঘুরে আবার বাপের বাড়ি ফিরছেন মা দুর্গা। তাই তোড়জোড় এখন তুঙ্গে। ওলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর প্রস্তুতি। সেই সঙ্গেই মাতৃ আরাধনার জন্য নতুন নতুন থিমে সেজে উঠছে ক্লাবগুলি। সেইমতই বড়িশা ক্লাব সেজে উঠতে চলেছে আবারও এক নতুন থিমে। 

৩১তম বর্ষে পদার্পণ করতে চলেছে বড়িশা ক্লাব। এবছর তাদের নতুন থিম 'ফাইভ জি'। প্রধানত পরিবেশ সচেতনতার উদ্দেশ্যেই এই থিম। খুব শীঘ্রই আসতে চলেছে 'ফাইভ জি'। তাই মানুষের জীবনযাত্রা হতে চলেছে আরও এক ধাপ উন্নত। তবে এই উন্নতির শিখরে পৌঁছতে গিয়ে মানুষ যে প্রকৃতির কত বড় ক্ষতি করে ফেলছে সে দিকে নজর নেই কারও। বিশেষত এই 'ফাইভ জি' ক্ষতি করছে পাখিদের। বিলুপ্ত হয়ে যাচ্ছে বেশিরভাগ পাখি। এই রেডিয়েশনের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারছে না পাখিরা। আর পাখিরা ছাড়া আমদের প্রকৃতি অপূর্ণ। তাই এ ব্যাপারে মানুষকে সচেতন করতেই এই থিমের উদ্যোগ নিয়েছে বড়িশা ক্লাব।  তাদের এই থিম প্যান্ডেলের সৃজনে থাকছেন রিন্টু দাস। ওনার চিন্তাভাবনার মাধ্যমেই ক্লাবে আসতে চলেছে এই থিম।  

Latest Videos

গত বছর দুর্গা পুজোতেও এমনই একটি অসাধারন চিন্তা ভাবনা নিজেদের থিমে প্রস্ফুটিত করেছিল বড়িশা ক্লাব। গত বছর তাদের ক্লাবের থিম ছিল ঋণ। এই থিমটি অধিক জনপ্রিয়তা পেয়েছিল দর্শনার্থীদের কাছে। তাই এবছফ্রেও তাদের থিম ঠিক কতটা মন কাড়বে দর্শনার্থীদের সেটাই দেখার অপেক্ষায় দিন গুনছে সকলে। 

বড়িশা ক্লাবের ঠিকানা হল ৫ও ৮ সন্তোষ রায় রোড, কলকাতা, ৭০০০০৮ 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন