ফোনে ১ টিপতেই উধাও লক্ষাধিক টাকা, সাইবার জালিয়াতির ফাঁদে ২৬ বছরের যুবক

Published : Dec 04, 2024, 12:24 PM IST
CYBER FRAUD CASE

সংক্ষিপ্ত

কুরিয়ার ডেলিভারি সংক্রান্ত ফোন কলের মাধ্যমে এক যুবক প্রতারিত হয়ে লক্ষাধিক টাকা হারান। মিথ্যা আধার কার্ড ও গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে তাঁকে ফাঁসানো হয়।

কুরিয়র ডেলিভারি কোম্পানি মাঝে মধ্যেই ফোন আসে। তারা আপনার ঠিকানা জিজ্ঞেস করে কিংবা অন্য কোনও তথ্য চান। কিন্তু এমন কোনও ফোন পেয়েছেন যেখানে বলা হয়েছে কোনও ডেলিভারি অর্ডার আপনাকে পৌঁছানো সম্ভব হয়নি। তা পরে পেতে ১ প্রেস করুন। এমন সহজ পদ্ধতির আড়ালে ঘটে যেতে পারে বড়সড় প্রতারণা। এমনই এক ফাঁদে পড়ে লক্ষ টাকা খোয়ালেন এক ২৬ বছরের যুবক। পেশায় সফটওয়্য়ার ডেভলতার সে।

ঘটনাটি আহমেদাবাদের ঘাটলোদিয়া এলাকার। তিনি সিন্ধু ভবন রোডের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি আউভিআর কল পান। যাকে বলা হয় তাঁর পণ্য ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি। নির্দেশ অনুসারে, ১ প্রেস করতে বলা হয় তাঁকে যাতে একজন ব্যক্তির সঙ্গে সংযোগ করা সম্ভব হয়। এরপরই শুরু হয় আসল খেলা। মিথ্যা কাহিনি বলে তাঁকে ফাঁসানো হয়।

প্রথমে বিশ্বাস জন্মানোর জন্য সেই ব্যক্তির সঠিক আধারও প্রদান করে ফোনে। এরপর সেই ব্যক্তিকে ভয় দেখানোর জন্য আর্থিক অপরাধের দায়ে ডিজিটাল গ্রেফতারের কথা বলে। ভুলো গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়। বলা হয় এই গ্রেফতারি পরোয়ানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে জারি করা হয়। এক মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা সেজে তাঁকে ফোন করেন। এমনকী, একজন ভুয়ো অ্যাডভোকেটের সঙ্গেও কথা বলানো হয়। তাদের কথা মতো ১ লক্ষ টাকা ট্রান্সফার করে সেই ব্যক্তি। পরে বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে।

এমন ঘটনা প্রসঙ্গে সতর্ক হন। এমন ধরনের ফোন আসলে আগে সাইবার ক্রাইম হেল্পলাইনে ফোন করুন। অযথা ভয় পেতে টাকা খোয়াবেন না।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা