ফের নিজের রেকর্ড ভাঙল ভারত
২৪ ঘন্টায় ফের নতুন করোনাভাইরাস রোগীর সংখ্য়াবৃদ্ধির রেকর্ড হল
করোনা রোগীর সংখ্য়া বাড়ল ২৬০০০-এরও বেশি
সব মিলিয়ে ভারতের মোট কোভিড-১৯ কেসের সংখ্যা ৭.৯৩ লক্ষ ছাড়ালো
ফের ২৪ ঘন্টায় নতুন করোনাভাইরাস রোগীর সংখ্য়ার রেকর্ড হল ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে ভারতে ২৬,৫০৬ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে। এর আগে একদিনে ভারতে এত বেশি সংখ্যায় নতুন করোনভাইরাস মামলায় সংখ্যা বৃদ্ধি পায়নি। একে বলা হচ্ছে একক-দিনের 'বিগেস্ট স্পাইক'। সব মিলিয়ে এদিন ভারতের মোট কোভিড-১৯ কেসের সংখ্যা ৭.৯৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
এর পাশাপাশি গত ২৪ ঘন্টা ভারতে করোনা জনিত কারনে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। ফলে দেশে করোনভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১,৬০৪-এ। আর ভারতের মোট করোনা ইতিবাচক কেসের সংখ্যা এখন ৭,৯৩,৮০২। এর মধ্যে সক্রিয় মামলার সংখ্যা ২,৭৬,৬৮৫। অর্থাৎ, ২,৭৬,৬৮৫ রোগীর দেহে এখনও করোনাভাইরাস খেল দেখাচ্ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪,৯৫,৫১৩ জন।
এদিন একক দিনে ভারতে নতুন করোনাভাইরাস কেসের সংখ্যার রেকর্ড বৃদ্ধি ঘটলেও, ভারত এখন প্রায় প্রতিদিনই নিজের এই নজির ভেঙে চলেছে। বৃহস্পতিবার সকালেই যেমন গত ২৪ ঘন্টায় মোট নতুন করোনা মামলা বৃদ্ধির সংখ্যা ছিল ২৪,৮৭৯ টি। যা তখনও পর্যন্ত একক দিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড রোগী বৃদ্ধির রেকর্ড ছিল। তার আগের দিন অর্থাৎ বুধবার সকালে ২৪ ঘন্টায় ২২,৭৫২ জন নতুন করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল।