ফের রেকর্ডভাঙা কোভিড সংক্রমণ বৃদ্ধি ভারতে, বিশ্বকে চমকে দিয়ে মাস্ক পরলেন ট্রাম্প

ফের রেকর্ড ভাঙা সংক্রমণ ভারতে

প্রায় ৮.৫ লক্ষে পৌঁছে গেল ভারতের করোনা রোগীর সংখ্যা

অবস্থা ভালো নয় বহির্বিশ্বেও

প্রথমবার প্রকাশ্যে মাস্ক পরলেন ট্রাম্প

 

amartya lahiri | Published : Jul 12, 2020 5:09 AM IST

করোনা ক্ষেত্রে রোজই নিজের আগের দিনের রেকর্ড ভাঙাটা অভ্যাসে পরিণত করে নিয়েছে ভারত। রবিবার সকালেও ফের একক দিনে করোনা রোগীর সংখ্যার সর্বাধিক বৃদ্ধির রেকর্ড হল ভারতে। তবে শুধু ভারতেই নয় একইভাবে করোনার দাপট ক্রমেই বেড়ে চলেছে রাশিয়া ও আমেরিকাতেও। উত্তর ও দক্ষিণ দুই আমেরিকাতেই সমানভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা এবং করোনাজনিত কারণে মৃত্যুর ঘটনা।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টার মধ্যে ভারতে ২৮,৬৩৭ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এর আগে কখনও একদিনে এতজন নতুন করোনা রোগীর সংখ্যা বাড়েনি। ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যাটা শনিবার রাতেই ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। রবিবার সকালে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮,৪৯,৫৫৩। সেইসঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে আরও ৫৫১ জনের মৃত্যু হওয়ায় ভারতে মোট মৃতের সংখ্যা এখন ২২,৬৭৪।

বর্তমানে ভারতে করোনাভাইরাস-এর সংক্রমণের ঝুঁকিতে প্রায় সর্বস্তরের মানুষ রয়েচে। শনিবার রাতেই অমিতাভ বচ্চন, ও তাঁর পুত্র অভিষেক বচ্চনের কোভিড -১৯ পরীক্ষার ফল ইতিবাচক আসার খবর পাওয়া গিয়েছিল। তাঁরা মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন। তবে রবিবার সকাল পর্যন্ত অমিতাভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিন আবার নিজেকে সেল্ফ আইসোলেট বা স্ব-বিচ্ছিন্নকরণ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। রাজভবনের ১৬ জন কর্মী করোনা পজিটিভ।

 

অন্যদিকে শুধু ভারতেই নয়, বিশ্বের দরবারেও করোনার প্রকোপ বৃদ্ধি অব্যাহত। গত ২৪ ঘন্টায় ব্রাজিলে এক হাজারেরও বেশি কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ এখন করোনাভাইরাসে পঙ্গু। মার্কিন যুক্তরাষ্ট্রেও বেশ কয়েকটি রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৬৬,৫২৮ জনেরও বেশি নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে সেই দেশে। প্রথমবার প্রকাশ্যে মাস্ক পরতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশের দেশ মেক্সিকোয় আবার গত ২৪ ঘন্টায় ৬,০৯৪টি নতুন কোভিড -১৯ কেস সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৩৯ জন কোভিড রোগী। এদিকে সার্বিয়ায় সরকার লকডাউন-এর মেয়াদ বাড়ানোর চেষ্টা করায় বেলগ্রেডে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছে।

 

Share this article
click me!