সিদ্ধান্ত বদলে নিলেন মুখ্যমন্ত্রী! বাড়ানো হল ৩ শতাংশ DA! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?

Published : Jan 04, 2025, 01:57 PM IST

সিদ্ধান্ত বদলে নিলেন মুখ্যমন্ত্রী! বাড়ানো হল ৩ শতাংশ DA! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?

PREV
17

বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার। খুশির আমেজ সরকারি কর্মচারী মহলে।

27

মন্ত্রিসভার বৈঠকে এবার সরকারি কর্মীদের ৩ শতাংশ ভাতা অনুমোদন দেওয়া হয়েছে।

37

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত বেতন স্কেলে ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীরা।

47

ইতিমধ্যেই মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতে অত্যন্ত খুশি কর্মচারীরা।

57

২০২৪ সালের ১ জুলাই থেকে মিলবে এই বর্ধিত মহার্ঘ ভাতার টাকা।

67

এই সুবিধা পাবেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীরাও। বিভিন্ন দফতরে বিভিন্ন স্তরের মোট ৫,৩৩,৭৩৭টি পদ অনুমোদিত রয়েছে বলে জানা গিয়েছে।

77

এবার একধাক্কায় ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার। ১ জুলাই থেকে দেওয়া হবে এই বর্ধিত টাকা।

click me!

Recommended Stories