অবিশ্বাস্য! বছর শুরুতে জোড়া সুখবর রাজ্য সরকারি কর্মীদের, অবসরের বয়স বেড়ে ৬২ সঙ্গে বাড়ছে DA

Published : Jan 04, 2025, 08:50 AM IST

অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য বছরের শুরুতেই জোড়া সুখবর। ডিএ বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।

PREV
110

বছরের শুরুতে জোড়া সুখবর এল রাজ্য সরকারি কর্মীদের জন্য। বহুদিন ধরে ডিএ বৃদ্ধি নিয়ে খবরে ছিলেন তারা।

210

রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি পাবে তা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। অবশেষে সিদ্ধান্ত নিল সরকার।

310

এবার ডিএ তো বাড়বেই সঙ্গে বাড়বে অবসরের বয়স। জানা যাচ্ছে, ৬০ থেকে বেড়ে ৬২ হবে অবসরের বয়স।

410

বছরের শুরুতে এমন জোড়া সুখবর মিলবে বলে আশা করেনি কর্মীরা। এবার খুশির হাওয়া সর্বত্র। এমনকী, দেওয়া হবে সকল বকেয়া টাকা।

510

সদ্য বিজয়ওয়াড়ার গান্ধীনগরে আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপি এনজিও রাজ্যের সভাপতি শিব রেড্ডি এবং সাধারণ সম্পাদক বিদ্যাসাগর।

610

সেখানে বলা হয়, কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা শীঘ্রই সুসংবাদ পাব।

710

ডিএ এবং পিআরসি বকেয়া দেওয়া হবে। ভেলাগাপুদি সচিবালয়ে কর্মচারীদের অমরাবতী সীমানায় বাড়ির প্লট দেওয়ার জন্য একটি পিটিশন জমা পড়েছে।

810

এরই সঙ্গে সিপিএস প্রথা বিলুপ্ত করে পুরনো পেনশন প্রথা চালু করার দাবি জানানো হেছে। সঙ্গে সরকারি কর্মচারিদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করা হবে।

910

এই সুখবর আসতে চলেছে অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য। শীঘ্রই আসছে সুখবর।

1010

শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুলতুবি ডিএ, পিআরসি কমিশন নিয়োগ, পুরনো পেনশন ব্যবস্থা চালু করার একাধিক বিষয় দৃষ্টিপাত করছে।

click me!

Recommended Stories