অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য বছরের শুরুতেই জোড়া সুখবর। ডিএ বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।
বছরের শুরুতে জোড়া সুখবর এল রাজ্য সরকারি কর্মীদের জন্য। বহুদিন ধরে ডিএ বৃদ্ধি নিয়ে খবরে ছিলেন তারা।
রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি পাবে তা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। অবশেষে সিদ্ধান্ত নিল সরকার।
এবার ডিএ তো বাড়বেই সঙ্গে বাড়বে অবসরের বয়স। জানা যাচ্ছে, ৬০ থেকে বেড়ে ৬২ হবে অবসরের বয়স।
বছরের শুরুতে এমন জোড়া সুখবর মিলবে বলে আশা করেনি কর্মীরা। এবার খুশির হাওয়া সর্বত্র। এমনকী, দেওয়া হবে সকল বকেয়া টাকা।
সদ্য বিজয়ওয়াড়ার গান্ধীনগরে আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপি এনজিও রাজ্যের সভাপতি শিব রেড্ডি এবং সাধারণ সম্পাদক বিদ্যাসাগর।
সেখানে বলা হয়, কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা শীঘ্রই সুসংবাদ পাব।
ডিএ এবং পিআরসি বকেয়া দেওয়া হবে। ভেলাগাপুদি সচিবালয়ে কর্মচারীদের অমরাবতী সীমানায় বাড়ির প্লট দেওয়ার জন্য একটি পিটিশন জমা পড়েছে।
এরই সঙ্গে সিপিএস প্রথা বিলুপ্ত করে পুরনো পেনশন প্রথা চালু করার দাবি জানানো হেছে। সঙ্গে সরকারি কর্মচারিদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করা হবে।
এই সুখবর আসতে চলেছে অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য। শীঘ্রই আসছে সুখবর।
শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুলতুবি ডিএ, পিআরসি কমিশন নিয়োগ, পুরনো পেনশন ব্যবস্থা চালু করার একাধিক বিষয় দৃষ্টিপাত করছে।