পাকিস্তানি চর সন্দেহে আটক তিন, চলছে জিজ্ঞাসাবাদ

  • ফের চর সন্দেহে আটক করা হল তিনজনকে
  • হরিয়ানার হিসারে তাদের আটক করে পুলিশ
  • ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ক্য়াম্পের ওপর নজরদাড়ি চালাচ্ছিল ওই তিন ব্যক্তি
  • তাদের জিজ্ঞাসাবাদ করছে হিসার পুলিশ
Indrani Mukherjee | Published : Aug 3, 2019 10:21 AM IST / Updated: Aug 03 2019, 03:52 PM IST

ফের চরবৃত্তির অভিযোগে তিনজন ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেল। হরিয়ানার হিসারে তিন জন ব্যক্তিকে চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ক্য়াম্পের ওপর নজরদাড়ি চালাচ্ছিল ওই তিন ব্যক্তি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তাদের আটক করে জেরা করার পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন। সেই মোবাইল ফোনে থাকা যাবতীয় বিষয় খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর ক্যাম্প এবং তাঁদের রুটিন ডিউটির যাবতীয় খবরাখবর ও ছবি তাদের মোবাইল ফোনে পাওয়া গিয়েছে বলে খবর। 

Latest Videos

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আটক ওই তিন ব্যক্তি হরিয়ানার হিসার ক্যান্টনমেন্টে একটি সিভিল কনস্ট্রাকশন ফার্মে কর্মরত ছিল। আটক করা ওই তিন সন্দেহভাজনের পরিচয়ও জানতে পেরেছে পুলিশ। তাদের মধ্যে ২৮ বছরের মেহতাব মুজঃফরনগরের বাসিন্দা, ২৫ বছর বয়সী খালিদের বাড়ি শামলিতে এবং মুজঃফরনগরের আরও এক বাসিন্দা রাজীব, যার বয়স ৩৪ বছর বলে জানা গিয়েছে।

ব্রাহ্মণ সম্প্রদায়ের নামে মুরগীর পদ, চাপের মুখে ক্ষমা চাইল রেস্তোরাঁ কর্তৃপক্ষ 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, তাঁদের সন্দেহ এই তিন যুবক কোনও পাকিস্তানের এজেন্ট-এর সঙ্গে যুক্ত। হোয়াটস্ অ্যাপ বা ভিডিও কলের মারফৎ সেইসব এজেন্টের সঙ্গে তারা যোগাযোগ রাখত বলেও অনুমান পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করছে হিসার পুলিশ।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল