
নিঃশব্দে ভারতে ফিরল ২০২০ সালে নিষিদ্ধ হওয়া বেশ কয়েকটি চিনা মোবাইল অ্যাপ। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সেরা সংঘর্ষের পর ২৬৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় বলা হয়েছিল, মোবাইল ফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণেই চিনা অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু পাঁচ বছর পর ভারতে ফের চিনা অ্যাপগুলি ফেরানোর অনুমতি দেওয়া হল। ঠিক কী কারণে এই চিনা অ্যাপগুলিকে ভারতে ফেরানো হল, তা স্পষ্ট নয়। তবে এই অ্যাপগুলি এখন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।
সব অ্যাপই চিনা নয়
ভারতে যে ৩৬টি চিনা অ্যাপ ফেরানোর অনুমতি দেওয়া হল, সেগুলি সবই চিনা মালিকানাধীন নয়। কয়েকটি অ্যাপ আগের মতোই আছে। কয়েকটি অ্যাপের ব্র্যান্ডিং, লোগো বা মালিকানা বদল হয়েছে। গেমিং, শপিং, বিনোদন, ফাইল শেয়ারিং, কনটেন্ট ক্রিয়েশনের মতো চিনা অ্যাপ ভারতে ফিরল।
তথ্য গোপন থাকবে?
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, রিলায়েন্স সংস্থার সঙ্গে লাইসেন্সিংয়ের চুক্তির সুবাদে ভারতে ফিরল ফ্যাশন রিটেইলার শিন। এই অ্যাপ সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে ভারতেই থাকবে। চিনা সংস্থা ভারতীয় মোবাইল ফোন ব্যবহারকারীদের কোনও গোপন তথ্য পাবে না। শিন ছাড়াও ফাইল শেয়ারিং অ্যাপ জেন্ডার, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ম্যাঙ্গো টিভি, ইউকু, শপিং অ্যাপ তাবাও, ডেটিং অ্যাপ টনটন ভারতে ফিরল। ম্যাঙ্গো টিভির মালিকানা বদল হয়নি। তবে অন্য কয়েকটি অ্যাপে কিছু বদল আনা হয়েছে। চিনা অ্যাপগুলি ভারতে ফিরলেও, এই অ্যাপগুলির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। চিনা সংস্থাগুলি যাতে ভারতীয়দের গোপন তথ্য হাতিয়ে নিতে না পারে, সেটি নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। চিনা অ্যাপগুলির মধ্যে অনেকগুলির মালিকানা এখন ভারতীয়দের হাতে। ফলে এই অ্যাপগুলির উপর নজর রাখা সহজ। এই কারণেই হয়তো কেন্দ্রীয় সরকার এই অ্যাপগুলিকে ভারতে ফেরানোর অনুমতি দিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
এক ক্লিকেই মিলবে রেলের সব পরিষেবা, নতুন SwaRail অ্যাপ ডাউনলোড করেছেন?
বিবাহিত জীবনে মিষ্টি প্রেম! বিবাহ বহির্ভূত সম্পর্কের অ্যাপ Gleeden-র ভারতীয় রেকর্ড
১০ মিনিটে মিলবে অ্যাম্বুলেন্স, অভিনব উদ্যোগ নিয়ে এল অনলাইন ডেলিভারি অ্যাপ