বেআইনি অনুপ্রবেশ! ডিসেম্বরে মহারাষ্ট্র থেকে গ্রেফতার ৪৩ বাংলাদেশি এবং দিল্লীতে এটিএসের হাতে ২৫

Published : Jan 01, 2025, 03:57 PM IST
police arrest

সংক্ষিপ্ত

মূলত, অবৈধ অভিবাসীদেরই আটক করা হয়েছে। 

বাংলাদেশে অশান্তির আবহের মধ্যেই চলতি ডিসেম্বর মাসে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে ৪৩ জন বাংলাদেশিকে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা এটিএস একাধিক অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে বলে জানা গেছে।

মূলত, অবৈধ অভিবাসীদেরই আটক করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে ১৯টি পৃথক মামলা রুজু করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত চারদিন ধরে মুম্বই, ছত্রপতি শম্ভাজিনগর, নাসিক এবং নান্দেডে অভিযান চালিয়ে এক মহিলা-সহ ৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের কাছে বৈধ নথি না থাকার কারণেই তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এমনকি, ভুয়ো নথি তৈরিরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নতুন করে এই গ্রেফতারির পর মহারাষ্ট্রে, এক মাসে গ্রেফতারি সংখ্যা দাঁড়াল ৪৩ জন। বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অশান্ত পরিস্থিতির জেরে, ভারতে অনুপ্রবেশের আশঙ্কা অনেকটাই বাড়ছে।

এমতাবস্থায় গোটা দেশে ধরপাকড় শুরু হয়েছে জোরকদমে। মহারাষ্ট্রের মতো দিল্লীতেও সম্প্রতি একাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী ধরা পড়েছেন বলে জানা গেছে। তাদের কাছেও জাল নথি মিলেছে বলে খবর। দিল্লী পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া ২৫ জনেরও বেশি বাংলাদেশিকে সেই দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে। 

দিল্লীতে অবৈধ অভিবাসী নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। এরপর বাংলাদেশিদের খুঁজে বের করতে স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছেন। এখনও পর্যন্ত, দিল্লী থেকে প্রায় ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। তাদেরকেও ওপারে ফেরানোর চেষ্টা কোরা হবে বলে জানা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

এবার মেটা আনছে নতুন ফিচারস, ফেসবুকের মত হোয়াটসঅ্যাপেও হবে কভার ফটো
SIR শুনানির আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম বাদ, যোগী রাজ্যে হুহু করে কমছে মহিলা ভোটার