প্রায় ৫০০০০। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করোনা রোগী বৃদ্ধির সংখ্যায় আবার রেকর্ড। রেকর্ড হল দৈনিক সুস্থতার সংখ্যাতেও। কী অবস্তায় দাঁড়িয়ে এদিনের করোনা পরিসংখ্যান?
ভারতের দৈনিক নতুন করোনা রোগীর সংখ্যাটা বাড়তে বাড়তে শুক্রবার সকালে প্রায় ৫০০০০-এ পৌঁছে গেল। সেইসঙ্গে ভারতোর মোট করোনা রোগীর সংখ্য়াটাকে নিয়ে গেল প্রায় ১৩ লক্ষে। তবে শুধুই খারাপ খবর নয়, ভালো খবরও আছে। এদিন ফের একবার দৈনিক সুস্থ হওয়ার সংখ্যার ক্ষেত্রেও রেকর্ড হওয়ায় মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৮.১৭ লক্ষ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়ান মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করোনাভাইরাস কেস বেড়েছে ৪৯,৩১০ টি। আর ভারতের মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৮৭,৯৪৫-এ। গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে ৭৪০ জনের মৃত্যু হওয়ায় ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০,৬০১।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় করোনা মামলা অর্থাৎ চিকিৎসাধীন কোভিড রোগী রয়েছেন ৪,৪০,১৩৫ জন। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৬০২ জন। এর আগে ভারতে একদিনে একসঙ্গে এতজন কোভিড রোগী করোনামুক্ত হননি। সব মিলিয়ে ভারতে এখন মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮,১৭,২০৮ জন সুস্থ হয়েছেন। এর ফলে চিকিৎসাধীন কোভিড রোগী এবং সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে পার্থক্যটা আরও বেড়ে হয়েছে ৩,৭৭,০৭৩।
অন্যদিকে, আইসিএমআর জানিয়েছে, ২৩ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৫৪,২৮,১৭০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হয়েছে ৩,৫২,৮০১ টি।