
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের বিস্তীর্ণ এলাকা। দোলের দিন সকালে অনুভূত হল কম্পন। কেঁপে উঠল ভারতের পার্বত্য উত্তরাঞ্চল। গভীর রাতে ভূমিকম্পন অনুভূত হল ভূস্বর্গে। লে লাগাখের থেকে কার্গিল কেঁপে উঠল এক ধাক্কায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.২। রাত ২.৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রাতে কয়েক মুহূর্ত ধরে হয়েছিল ভূমিকম্প। কার্গিলের সঙ্গে সমস্ত লে লাদাখ ও জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে।
জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র এই নিয়ে বিশেষ টুইট করেছে। তাদের মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ১৫ কিমি গভীরে ছিল। এই ভূমিকম্পনের তিন ঘন্টা পরেই উত্তর পূর্ব ভারতেও কম্পন অনুভূত হয়। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অঞ্চলে ৪.০ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এই কম্পন হয় সকাল ৬টায়। এদিকে ১৩ মার্চ দুপুর ২টোয় তিব্বতেরও ৪.৩ মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল।
লে এবং লাদাখ উভয়ই দেশের ভূকম্পনপ্রবণ অঞ্চল-৪ এ অবস্থিত। যার অর্থ ভূমিকম্পের ঝুঁকি এখানে বেশি। টেকটোনিকভাবে সক্রিয় হিমালয় অঞ্চলে অবস্থিত হওয়ায় লে ও লাদাখে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে।
তবে, আজকের ভূমিকম্পে কোনও হতাহতের খবর নেই। গভীর রাতে লাদাখে কার্গিলে ৫.২ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। জম্মু ও কাশ্মীরেও হয়েছে কম্পন। গভীর রাত ২.৫০ মিনিটে ১৫ কিমি গভীরে কম্পন হয়েছে বলে জানা গিয়েছে।
বিগত ১ মাস ধরে একাধিকবার কম্পন হয়েছে গত ৮ মার্চ নেপালে শক্তিশালী ৫.১ মাত্রায় ভূমিকম্প হয়। যার জেরে ভারত, বাংলাদেশ, চিন ও ভুটানেও কম্পন হয়েছিল। তার আগে অসমে ৫ মাত্রায় ভূমিকম্প হয়েছিল। সব মিলিয়ে আতঙ্কিত দেশবাসী। বর্তমানে একের পর এক ভুমিকম্পের ঘটনা ঘটে চলেছে ভারতে।