মারাত্মাক কাণ্ড! চলন্ত ট্রেনে ঘুমন্ত তরুণীর মুখের উপরেই অশ্লীল কাজ প্রৌঢ় সহকর্মীর

Published : Jan 04, 2024, 09:28 AM IST
Rape

সংক্ষিপ্ত

তরুণী কিছু বোঝার আগেই তার সঙ্গে থাকা আরও দুই সহকর্মী সমবয়সী পুরুষ ওই অবস্থায় প্রৌঢ়-কে হাতেনাতে ধরেন। এমারজেন্সি নম্বরে ফোন করলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। 

বছর বাইশের সঙ্গে কয়েকজন সহকর্মী পুর্ণা এক্সপ্রেসে কাজের সূত্রে যাচ্ছিলেন গোয়ায়। এই তরুনী কোঢিকোড়ের বাসিন্দা। বুধবার সকালে কর্নাটকের গোকর্ণা রেল স্টেশনের কাছে আচমকাই ট্রেনের মধ্যে এমন একটি ঘটনার সম্মুখীণ হতে হবে তা কল্পনাও করতে পারেনি ওই তরুনী। ওই তরুণীর সহকর্মী বছর ৫৭-এর এক প্রৌঢ় নাম দত্তাত্রেয় চৌহান যিনি মহারাষ্ট্রের সাঙ্গলির বাসিন্দা, কাজের সূত্রে তিনি কেরলে থাকেন।

বুধবার সকালে ট্রেনের মধ্যে বছর ৫৭-এর এই প্রৌঢ় ওই তরুণীর মুখের উপর হস্তমৈথুন করতে শুরু করেন। তখন ট্রেনে তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন তরুণী। তরুণী কিছু বোঝার আগেই তার সঙ্গে থাকা আরও দুই সহকর্মী সমবয়সী পুরুষ ওই অবস্থায় প্রৌঢ়-কে হাতেনাতে ধরেন। এমারজেন্সি নম্বরে ফোন করলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।

জানা গিয়েছিল, সহকারীদের সঙ্গে একটি শ্যুটিং-এর কাজে কেরল থেকে গোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তরুণী-সহ তার সহকর্মীরা। রাতে আর পাঁচজন সাধারণ যাত্রীর মত রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পডেছিলেন তিনিও। ভোররাতেই অভিযুক্ত ব্যক্তি তার মুখের উপর এমন জঘণ্য কাজ করতে শুরু করেন, যা কপাল জোড়া নজরে পরে আর অন্য দুই সহকর্মীর।

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত