চলছে খতম জঙ্গির সংখ্যা গোনা, রাজনাথের নির্দেশেই কি প্রত্যাঘাত, সেনা প্রধানের বক্তব্যে বাড়ছে জল্পনা


শনিবার রাত থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে গোলাগুলি চালাচ্ছিল পাকিস্তান। রবিবার সকাল থেকে তার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। সন্ধ্যায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এই প্রত্যাগাতের নির্দেশ সরাসরি প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে এসেছিল কি না সেই  নিয়ে জল্পনা চলছে।

amartya lahiri | Published : Oct 20, 2019 2:26 PM IST / Updated: Oct 20 2019, 08:13 PM IST

শনিবার রাত থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে গোলাগুলি চালাচ্ছিল পাকিস্তান। রবিবার সকাল থেকে তার পাল্টা দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলি গুঁড়িয়ে দিয়েছে। রবিবার সন্ধ্যায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি জানিয়েছেন এই হামলায় অন্তত ৬ থেকে ১০ জন পাকিস্তানি সেনা-সহ বহু সংখ্যক সন্ত্রাসবাদি খতম হয়েছে।

বিপিন রাওয়াত আরও জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী বর্তমানে জঙ্গিদের হতাহতের সংখ্যার সঠিক হিসেব কষার কাজ করছে। তিনি জানান, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সেনার কাছে সীমান্তের ওপার থেকে বারবার অনুপ্রবেশের খবর এসেছে। উপত্যকা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তবে দেশের ভিতর এবং বাইরে থেকে এই শান্তি ও স্বাভাবিক অবস্থা বিঘ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে পর্দার আড়াল থেকে।

Latest Videos

সেনাপ্রধান জানিয়েছেন, সম্প্রতি জঙ্গিদের ভারতীয় সীমান্তের কাছাকাছি গোরাফেরার খবর এসএছিল সেনার কাছে। পাকিস্তান সেনাবাহিনী তাদের আড়াল করার জন্যি শনিবার রাত থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাঙধর সেক্টর দিয়ে এই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছিল। পাক গোলার আঘাতে দুই ভারতীয় সেনা সদস্য শহিদ হয়েছেন বলে জানিয়েছেন বিপিন রাওয়াত।

তিনি জানান এরপরই অনুপ্রবেশের উৎস, পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত পেরিয়ে জঙ্গি পরিকাঠামো ব্যাপক ক্ষতিসাধন করা গিয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে সেনাপ্রধানের এই বক্তব্যের পরই দল্পনা তৈরি হয়েছে তাহলে কি প্রত্যঘাতের নির্দেশ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং? হামলার পরই জানা গিয়েছিল রাজনাথ সিং তাঙধর সেক্টরের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেনাপ্রধান-ও নিয়মিত তাঁকে পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন।

 

Share this article
click me!

Latest Videos

'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Live: মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচার সুকান্তর, দেখুন সরাসরি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো