মায়ের সামনে স্কুলবাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! সিসিটিভিতে ধরা পড়ল দুর্ঘটনার ছবি

Published : Jul 02, 2025, 12:24 PM IST
Accident

সংক্ষিপ্ত

মায়ের সামনে স্কুলবাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! সিসিটিভিতে ধরা পড়ল দুর্ঘটনার ছবি

পালক্কাড়ে মায়ের সামনে স্কুলবাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। পাট্টাম্বি পুলাশেরিক্কারা নিবাসী কামিকম কৃষ্ণকুমারের ছেলে আরভের মৃত্যু হয়েছে। ওয়াটানামকুরুশি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল আরভ।

গতকাল বিকেলে বাড়ির সামনে গাড়ি থেকে নেমে মায়ের হাত থেকে ছুটে যায় আরভ। এই সময় রাস্তা দিয়ে আসা অন্য একটি স্কুলের গাড়ি তাকে ধাক্কা দেয়। আহত আরভকে তৎক্ষণাৎ পাট্টাম্বিতে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে পেরিন্টালমান্নার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও আজ সকালে তার মৃত্যু হয়। কৃষ্ণকুমার ও শ্রীদেবীর একমাত্র ছেলে ছিল আরভ।

অন্যদিকে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে হায়দরাবাদের দুর্দিগাল এলাকায়। ঘটনায় ৬ বছর বয়সী একটি ছেলের মৃত্যু হয়েছে। ওই ছেলেটির নাম অভিমানশু রেড্ডি, সে তার মায়ের সঙ্গে স্কুটারে স্কুলে যাচ্ছিল, যখন তারা একটি বড় টিপার ট্রকের কাছে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ছোট ছেলেটি ট্রকের চাকায় চলে আসে এবং ঘটনাস্থলে, তার মায়ের সামনে, মারা যায়।

জানা গিয়েছে  ট্রাকে আঘাত পেয়ে স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ছেলেটির মা। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে এবং এটি এলাকায় একটি বড় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!