DA Hike: মহার্ঘ ভাতা নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য, কত শতাংশ DA বাড়াচ্ছে রাজ্য সরকার? কবে মিলবে টাকা?

Published : Jun 08, 2025, 12:37 PM IST

জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা। ৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে, যা পেনশনভোগীদের জন্যও প্রযোজ্য। এই বৃদ্ধির ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন।

PREV
110

কেন্দ্রীয় হোক কিংবা রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত খবর প্রায়শই আসে প্রকাশ্যে।

210

সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি হল বা পে কমিশন সংক্রান্ত খবর নিয়ে অনেকের মনেই থাকে প্রশ্ন। এবার প্রকাশ্যে এক চমকপ্রদ তথ্য।

410

শীঘ্রই উপকৃত হবেন হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন। ২০২৫ সালের সরকারি আদেশ নং ১৫৬-এফ জারি করা হয়েছিল গত ৪ জুন।

510

ইদের আবহে ষষ্ঠ বেতন কমিশনের অধীনের এবার ৬ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীরের সরকার।

610

জম্মু কাশ্মীর সরকার ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য ডিএ সংশোধন করেছে।

710

আগে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পেনশনভোগীরা ২৪৬ শতাংশ ডিএ পেতেন। তা বাড়িয়ে মৌলিক পেনশনের ২৫২ শতাংশ করা হয়েছে।

810

এদিকে কদিন আগে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বানানো হয়। বর্তমানে তারা ৫৫ শতাংশ ডিএ পাচ্ছে। এবার কেন্দ্রীয় কর্মীদেরও ডিএ খবর নিয়ে এসেছে।

910

শোনা যাচ্ছে, ১ জুলাই থেকে ডিএ বাড়বে কেন্দ্রীয় কর্মীদের। এরই মাঝে খবর এল রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির খবর।

1010

জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীদের ৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। শীঘ্রই কর্মীরা পাবেন বাড়তি বেতন।

Read more Photos on
click me!

Recommended Stories