- Home
- West Bengal
- Kolkata
- West Bengal DA: সরকারি কর্মীরা ২৭ জুন বকেয়া ডিএ-এর টাকা পাবেন? কি বলছে নবান্ন?
West Bengal DA: সরকারি কর্মীরা ২৭ জুন বকেয়া ডিএ-এর টাকা পাবেন? কি বলছে নবান্ন?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এই টাকা দেওয়া হবে জুলাই ২০২৫-এর মধ্যে, আর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে জুন ২৭-এর মধ্যে। তাহলে সরকারি কর্মীরা ২৭ জুন বকেয়া ডিএ-এর টাকা পাবেন? কি বলছে নবান্ন?

রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে স্বস্তির হাওয়া। বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ (Dearness Allowance) অবশেষে মিলতে চলেছে।
১৪১ মাসের বকেয়া, লাভবান হবেন ৮ লক্ষ কর্মী-পেনশনভোগী
২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।
তাহলে সরকারি কর্মীরা ২৭ জুন বকেয়া ডিএ-এর টাকা পাবেন? কি বলছে নবান্ন?
সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্যতামূলক পরিশোধ
২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫% কর্মীদের হাতে তুলে দিতে হবে।
সেই নির্দেশ মান্য করেই নবান্ন এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশ পাঠানো হয়েছে।
বলা হচ্ছে, চলতি বছরের ২৭ জুন থেকে নাকি কর্মীরা বকেয়া ডিএ’র প্রথম কিস্তি পেতে চলেছেন। এমনকি দাবি উঠেছে যে, নবান্ন এই তারিখ সরকারিভাবে ঘোষণা করেছে। কিন্তু আদতে সত্যিটা কী?
গত ১৬ মে, ২০২৫-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয়, ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।
যদি সেই হিসেব ধরা হয়, তাহলে সময়সীমা শেষ হচ্ছে ২৭ জুন, ২০২৫-এ। কিন্তু এটিই আসল সমস্যা।
এই ছয় সপ্তাহের সময়সীমা আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত হলেও, রাজ্য সরকার এখনও কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তারিখ ঘোষণা করেনি।
রাজ্য সরকার আদালতের নির্দেশ মানতে বাধ্য ঠিকই, তবে তারা কোনও নির্দিষ্ট তারিখের ঘোষণা করেনি। অর্থাৎ, নবান্ন যদি ২৭ জুনেই টাকা দেয়—তাও হতে পারে, তবে সেটি এখনো অফিসিয়ালি নিশ্চিত নয়।
বকেয়ার সময়কাল এবং প্রাপ্যতা কারা পাবেন?
১) ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে চাকরিতে থাকা কর্মীরা বকেয়া ডিএ পাবেন।
২) অবসরপ্রাপ্ত কর্মীরা তাঁদের অবসরের সময়কাল অনুযায়ী ডিএ পাবেন, পেনশনের ভিত্তিতে হিসাব হবে ডিয়ারনেস রিলিফ (DR) হিসেবে।
৩) এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা পান ১৮% ডিএ, যেখানে কেন্দ্রীয় কর্মীরা পাচ্ছেন ৫৫% হারে।

