DA News: আর্থিক চ্যালেঞ্জ থাকলেও ৫% DA বাড়াতে ৫০০ কোটি খরচ, বড় কথা বললেন মন্ত্রী

রাজ্যের সরকারি কর্মীদের পাঁচ শতাংশ হারে বৃদ্ধি করতে রাজ্যের কোষাগার থেকে খবর করা হচ্ছে ৫০০ কোটি টাকা। রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সরকরি কর্মীদের অগ্রধিকরের কথা ভেবেই এই সিদ্ধন্ত।

 

Saborni Mitra | Published : Nov 4, 2024 11:12 AM IST
19
ডিএ বৃদ্ধি

সম্প্রতি কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা আর ডিআর বাড়িয়েছে তিন শতাংশ। এই রাজ্য সরকার কেন্দ্রের থেকেও বেশি হারে ডিএ বাড়িয়েছে।

29
ডিএ বৃদ্ধি

এই রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে পাঁচ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে। পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে ডিআরও। ১ নভেম্বর থেকে এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে।

39
ডিএ নিয়ে বার্তা

ত্রিপুরার ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্তমানে একাধিক আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

49
ডিএ বৃদ্ধির কারণ

ত্রিপুরার মন্ত্রী আরও বলেছেন, 'আমাদের সরকার কর্মীদের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে। আমরা আমাদের কর্মচারী ও পেনশনভোগীদের ৫ শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। '

59
অতিরিক্ত ব্যায়

ত্রিপুরার মন্ত্রীর কথায় এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যায় হবে। তবে উপকৃত হবেন রাজ্যের ১.৬ লক্ষ সরকারি কর্মী ও ৮২ হাজার পেনশনভোগী।

69
মহার্ঘ ভাতা বৃদ্ধি

এই ডিএ বৃদ্ধির সঙ্গে, রাজ্য সরকারী কর্মচারীদের জন্য মোট মহার্ঘ ভাতা বেড়ে ৩০ শতাংশ হবে।

79
কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক

ত্রিপুরা সরকারের ডিএ বৃদ্ধি করার ফলে কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক থাকছে প্রায় ২৩ শতাংশ

89
ফারাক কমল

এর আগে ত্রিপুরার সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক ছিল প্রায় ২৫ শতাংশ। দুই শতাংশ ফারক কমল।

99
ত্রিপুরায় সপ্তম বেতন কমিশন

ত্রিপুরায় সপ্তম বেতন কমিশন কর্যকর হয়েছিল ২০১৮ সালে। এই বছর বিজেপি ক্ষমতায় এসেছিল। তারপর থেকেই একধিকবর ডিএ বাড়ান হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos