মুম্বইয়ের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে যেভাবে খুন করা হয়েছে সেইভাবেই খুন করা হবে। শনিবার বিকেলে এমনই হুমকি বার্তা পেল মুম্বই পুলিশ।
210
মাত্র ১০ দিন সময়
হুমকি বার্তায় যোগী আদিত্যনাথকে মাত্র ১০ দিন সময় দেওয়া হয়েছে। বলা হয়েছে, ১০ দিনের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। তা না করলেই খুন করা হবে।
310
হুমকি ফোন আসে
মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেল শনিবার সন্ধ্যায় একটি অজানা নম্বর থেকে এই ফোন পেয়েছে। কিন্তু কে করল এই ফোনটি?
410
কে পাঠিয়েছে
কে এই বার্তা পাঠিয়েছে তা জানতে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কোনও গ্যাংএর কাজ কিনা তাও খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
510
এফআইআর হয়নি
এই ঘটনায় এখনও এফআইআর নথিভুক্ত করা হয়নি। শুরু হয়েছে তদন্ত। সতর্ক করা হয়েছে মুম্বই পুলিশের হয়ে যারা গোপন খবর জোগাড় করে তাদেরও।
610
আদিত্যনাথের নিরাপত্তা
মুম্বই পুলিশ এই হুমকি ফোন পাওয়ার পরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তাঁর বাসভবনও ।
710
উত্তর প্রদেশ পুলিশকে সতর্ক
এই হুমকি ফোন পাওয়ার পরই মুম্বই পুলিশের পক্ষ থেকে উত্তর প্রদেশ পুলিশকে সতর্ক করা হয়েছে।
810
বাবা সিদ্দিকি হত্যা
গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকিকে তাঁর ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে তিন জন মিলে গুলি করে হত্যা করেছিল।
910
হামলার নেপথ্যে
হামলার নেপথ্যে ছিলেন লরেন্সের ভাই আনমোল। কানাডায় বসে সিদ্দিকিকে খুনের ছক কষা হয়েছিল।
1010
আনমোলের প্রত্যাপর্ণ শুরু
আনমোলকে কানাডা থেকে ভাপতের আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিদ্দিকি খুনে এখনও পর্যন্ত গ্রেফতার ১৯।