সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন প্রধানমন্ত্রীর, ভাইরাল ভিডিও

সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে আয়োজনে স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাকটিকিট প্রকাশের পর রিবনটি নিজের পকেটে রেখে নিলেন তিনি।

শুধু মুখেই স্বচ্ছ ভারতের কথা বলা নয়, কাজেও করে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে বিশেষ ডাকটিকিট ও কয়েন প্রকাশ অনুষ্ঠানে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী। তিনি ডাকটিকিট প্রকাশ করার পর নিজের পকেটেই রিবন রেখে দেন। অনুষ্ঠানস্থলে যাতে আবর্জনা না ছড়ায়, সেটা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রধানমন্ত্রীর এই আচরণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। অনেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ববান আচরণ এবং স্বচ্ছতার প্রতি খেয়াল রাখার প্রশংসা করছেন। দেশের সব নাগরিক যদি নিজেদের দায়িত্ব পালন করেন, তাহলেই সবদিক থেকে উন্নতি হতে পারে। নিজের আচরণের মাধ্যমে সে কথাই মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আচরণে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

Latest Videos

'এক্স' হ্যান্ডলে এক ব্যক্তি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী নিজের আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলেন। লক্ষ্য করুন, প্রধানমন্ত্রী মোদী রিবন ছুড়ে ফেলেননি বা অন্য কাউকে দেননি। তিনি নিজের পকেটে রিবন রাখেন। স্বচ্ছ ভারত।’ অন্য এক ব্যক্তি 'এক্স' হ্যান্ডলে লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদী রিবন ছুড়ে ফেলার বদলে পকেটে রাখার মাধ্যমে দেখিয়ে দিলেন, তিনি নিজের আচরণের মাধ্যমে উদাহরণ তৈরি করছেন। স্বচ্ছ ভারত শুধু এক প্রকল্প নয়, এটা এক মানসিকতা। ছোট ছোট পদক্ষেপই ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে পারে।’ অন্য একজন 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘এই কারণেই উনি একজন নেতা। উনি স্বঘোষিত ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো ভুয়ো নেতাদের মতো নন।’

 

 

সুপ্রিম কোর্টের ভূমিকার প্রশংসায় প্রধানমন্ত্রী

গত ৭৫ বছরে ভারতীয়রা যেভাবে বিচার বিভাগের উপর আস্থা ও ভরসা রেখেছেন, তার জন্য সুপ্রিম কোর্টের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি সংবিধান ও গণতন্ত্রের কথাও উল্লেখ করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Swachhata Hi Seva: দেশ জুড়ে 'স্বচ্ছ ভারত' অভিযান, ১ অক্টোবর নরেন্দ্র মোদীর ডাকে ১ ঘণ্টার শ্রমদান কর্মসূচি

স্বচ্ছ ভারতের শ্রেষ্ঠ ছবি! নিজের হাতে ময়লা কুড়িয়ে প্রগতি ময়দান টানেল পরিষ্কার নরেন্দ্র মোদীর, দেখুন সেই ভিডিও

সবুজ ও স্বচ্ছ বেঙ্গালুরুর লক্ষ্যে বিশেষ উদ্যোগ নাম্মা বেঙ্গালুরু ফাউন্ডেশনের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury