কেন্দ্র সরকার নতুন করে জানুয়ারি মাসে বাড়াতে পারে কেন্দ্রীয় সককারের কর্মীদের মহার্ঘ ভাতা। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার কতটা বাড়াবে- তা নিয়ে শুরু হয়েছে হিসেব নিকেশ।
জুলাইয়ে মূল্যবৃদ্ধির সূচক ছিল ১৪২.৭ পয়েন্ট। আগস্ট মাসে ছিল ১৪২.৬ পয়েন্ট।
610
ডিএ বৃদ্ধি
এই হিসেবে আগামীতে কেন্দ্রীয় সরকারের ডিএ বাড়তে পারে ৫৪ শতাংশ হারে। মূল্যবৃদ্ধির হাত যদি এমন থাকে তাহলে ডিএ বাড়তে এক শতাংশ হারে।
710
অষ্টম পে কমিশন
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য দ্রুত লাগু হতে পারে অষ্টম পে কমিশন। সূত্রের খবর এই মাাস থেকেই শুরু হতে পারে আলোচনা। যদিও সরকার আনুষ্ঠানিক কিছুই জানায়নি।
810
চলতি মাসেই বৈঠক
নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক। উল্লেখ্য, এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। এই আবহে দাবি করা হচ্ছে, বৈঠকে ঐকমত্য হলে আগামী বছর বাজেটেই ঘোষণা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে।
910
সপ্তম পে কমিশন
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি।
1010
নূন্যতম বেতন
সেই সময় মাসিক নূন্যতম বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল ২৬ হাজার টাকা। কিন্তু কার্যকর করা হয়েছিল ১৮ হাজার টাকা।