DA News: নতুন বছর জোড়া সুখবর পারেন সরকারি কর্মীদের জন্য! ডিএ-র সঙ্গে বাড়তে পারে বেতনও

Published : Nov 08, 2024, 10:27 AM IST

কেন্দ্র সরকার নতুন করে জানুয়ারি মাসে বাড়াতে পারে কেন্দ্রীয় সককারের কর্মীদের মহার্ঘ ভাতা। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার কতটা বাড়াবে- তা নিয়ে শুরু হয়েছে হিসেব নিকেশ। 

PREV
110
মহার্ঘ ভাতা বাড়ার নিয়ম

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বাড়ে সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা।

210
আগামী ডিএ

জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিইমার প্রাইস ইন্ডেক্স যেভাবে বাড়ে সেভাবেই বাড়বে ডিএ।

310
সেপ্টেম্বরের সূচক

সম্প্রতি প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধির সূচক। এই সূচকের ওপর ভিত্তি ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

410
মূল্যবৃদ্ধির সূচক

রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে ০.০৭ পয়েন্ট। মূল্যবৃদ্ধির সূচক ১৪৩.৩ পয়েন্ট।

510
আগে মূল্যবৃদ্ধির সূচক

জুলাইয়ে মূল্যবৃদ্ধির সূচক ছিল ১৪২.৭ পয়েন্ট। আগস্ট মাসে ছিল ১৪২.৬ পয়েন্ট।

610
ডিএ বৃদ্ধি

এই হিসেবে আগামীতে কেন্দ্রীয় সরকারের ডিএ বাড়তে পারে ৫৪ শতাংশ হারে। মূল্যবৃদ্ধির হাত যদি এমন থাকে তাহলে ডিএ বাড়তে এক শতাংশ হারে।

710
অষ্টম পে কমিশন

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য দ্রুত লাগু হতে পারে অষ্টম পে কমিশন। সূত্রের খবর এই মাাস থেকেই শুরু হতে পারে আলোচনা। যদিও সরকার আনুষ্ঠানিক কিছুই জানায়নি।

810
চলতি মাসেই বৈঠক

নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক। উল্লেখ্য, এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। এই আবহে দাবি করা হচ্ছে, বৈঠকে ঐকমত্য হলে আগামী বছর বাজেটেই ঘোষণা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে।

910
সপ্তম পে কমিশন

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি।

1010
নূন্যতম বেতন

সেই সময় মাসিক নূন্যতম বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল ২৬ হাজার টাকা। কিন্তু কার্যকর করা হয়েছিল ১৮ হাজার টাকা।

click me!

Recommended Stories