DA News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পর আরও সুখবর! চলতি মাসেই হতে পারে অষ্টম বেতন কমিশনের বৈঠক

কেন্দ্রীয় সরকার এখনও অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে এখনও কোনও কথা বলেনি। কিন্তু সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের দাবি উঠেছে। অন্যদিকে এই মাসেই কেন্দ্রের কর্মীরা বর্ধিত ডিএ বা ডিয়ারনেস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা পাবেন।

 

Saborni Mitra | Published : Nov 7, 2024 3:00 PM / Updated: Nov 08 2024, 04:03 PM IST
110
কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার ডিএ বা ডিয়ারনেস অ্যালোয়েন্স বা মহার্ঘভাতা বৃদ্ধি করেছে। যা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে এই রাজ্য।

210
বকেয়া ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের দাবি উঠছে। এই নিয়ে আলোচনাও হতে পারে এই মাসে। আর এই রাজ্যে এখনও বহু সরকারি কর্মী পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পান। আর বাকিরা পান ষষ্ঠ বেতন কমিশনের অধীনে। এই কর্মী এবার বেশ কয়েক মাসের বকেয়া ডিএ পাবেন।

310
রাজ্যের কেন্দ্রীয় সরকরি কর্মী

মধ্যপ্রদেশে নিযুক্ত আইএএস, আইপিএস, আইএফএস আধিকারিকদের ডিএ বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

410
কেন্দ্রের পথে রাজ্য

সূত্রের খবর কেন্দ্রের পথে হেঁটেই এই রাজ্য নিযুক্ত আইএএস, আইপিএস ও আইএফএস আফিসারকের ৫৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে।

510
সপ্তম বেতন কমিশন

রাজ্যে নিযুক্ত কেন্দ্রের আধিকরিকরা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছে।

610
কিন্তু রাজ্যের কর্মীদের বেহাল দশা

রাজ্য সরকারের সব কর্মীরা পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান, তদের ডিএ কিন্তু কেন্দ্রের হারে বাড়ান হয়নি। তাদের ডিএ বৃদ্ধি করা হয়েছে মাত্র ৪ শতাংশ হারে।

710
জানুয়ারি থেকে অক্টোবরের ডিএ

মধ্য প্রদেশের সরকারি কর্মীরা যারা পঞ্চম ও ষ্ষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে তাদের বেতন ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর করা হবে। তারা জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া ডিএ পাবেন।

810
বেতন বৈষম্য বাড়ছে

মধ্যপ্রদেশের সরকরি কর্মীদের মধ্যে ধীরে ধীরে প্রকট হচ্ছে বেতন বৈষম্য। এই রাজ্যে কর্মরত কেন্দ্রের কর্মীদের ডিএ ৫৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে রাজ্যের সরকরি কর্মীদের ডিএ বেড়েছে মাত্র তিন শতাংশ।

910
অষ্ঠম বেতন কমিশন

এদিকে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই মাসেই।

1010
নভেম্বরেই ডয়েন্ট কনসাল্টেটিভ মেশিনরি বৈঠক

নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠকহতে পারে। এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। এই আবহে দাবি করা হচ্ছে, বৈঠকে ঐকমত্য হলে আগামী বছর বাজেটেই ঘোষণা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos