জানুয়ারি না ফেব্রুয়ারি - কবে DA ঘোষণা করবে সরকার? মহার্ঘ ভাতা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ

Published : Jan 02, 2025, 05:18 PM IST

সপ্তম বেতন কমিশনের অধীনে ২০২৫ সালের শুরুতে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে। কিন্তু কবে ডিএ ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার- তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

PREV
110
ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা

কেন্দ্রীয় সরকার AICPI ডেটার উপর ভিত্তি করে জীবনযাত্রার খরচের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা সংশোধন করে।

210
দুইবার ডিএ

ন্দ্রীয় সরকার প্রথমে জানুয়ারী-জুন এবং জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সূচক পর্যালোচনা করবে এবং তারপর ১২ মাসের গড় AICPI মূল্যায়ন করার পরে মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করে।

310
২০২৫ সালের ডিএ

সেই অনুযায়ী ২০২৫ সালে জানুয়ারিতেই সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ ঘোষণা করার কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও কিছু ঘোষণা করেনি।

410
ডিএ-এর হিসেব

সরকারী কর্মচারীদের অবশ্যই জেনে রাখা উচিত যে DA/DR সংশোধনটি 12 মাসের মেয়াদে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) বৃদ্ধির উপর ভিত্তি করে ও ডিএ বৃদ্ধির হিসেব হল ১২ মাস ধরে AICPI গড়।

510
কতটা ডিএ বৃদ্ধি

গত বছরের অক্টোবরের তথ্য অনুসারে AICPI ১৪৪.৫ -এ গিয়ে ঠেকেছে। আর নভেম্বর আর ডিসেম্বরের ডেটা অনুযায়ী AICPI ১৪৫.৩ এ উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ২০২৫ সালে ডিএ বেড়ে ৫৬ শতাংশ হতে পারে।

610
বর্তমানে ডিএ

সরকারের মহার্ঘ ভাতা কর্মীরা দাঁড়িয়েছে ৫৩%, যা গত বছর দীপাবলির আগে অক্টোবরে বাড়ানো হয়েছিল।

710
ডিএ ঘোষণা কবে

নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ডিএ ঘোষণা করা হতে পারে কেন্দ্রের তরফে।

810
কত টাকা সরকারি কর্মীরা পাবেন

কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী যে কর্মীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা তারা অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন। যাদের বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা- তাদের ডিএ হবে ৭৫০০ টাকা।

910
কত টাকা অবসরপ্রাপ্তরা পাবেন

পেনশনারদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ২৭০ থেকে ৩৭৫০ টাকা হতে পারে।

1010
অষ্টম বেতন কমিশন

সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছেন, এখনও সরকারের তেমন কোনও পরিকল্পনা নেই।

click me!

Recommended Stories