এখন থেকে সর্বাধিক কত টাকা তুলতে পারবেন ATM-থেকে? দৈনিক সীমা বেঁধে দিল বিভিন্ন ব্যাঙ্ক।
এবার থেকে সমস্ত ATM কার্ড থেকেই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা তোলা যাবে। আসুন জেনে নেওয়া যাক সেই সীমা-
Maestro বা Classic ডেবিট কার্ড থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০ হাজার টাকা করে তোলা যাবে বলে জানা গিয়েছে।
প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল কার্ড থেকে তোলা যাবে সর্বোচ্চ ১ লক্ষ টাকা।
এইচডিএফসির বেশ কিছু কার্ড থেকে দৈনিক ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না বলে জানা গিয়েছে।
ব্যবসার কাজ ব্যবহৃত গোল্ড ডেবিট কার্ড থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি তোলা যাবে না।
টাইটানিয়াম রয়্যাল ডেবটকার্ড থেকে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা তোলা যাবে ১ দিনে। Yes Bank-এর ক্ষেত্রে PMJDY RuPay Chip ডেবিট কার্ডে ১০ হাজার টাকা দৈনিক। RuPay Platinum Domestic ডেবিট কার্ড: ২৫০০০ টাকা দৈনিক। Emerg ডেবিট কার্ড: ৩ লক্ষ টাকা দৈনিক তোলা যাবে।
কানাড়া ব্যাঙ্কের ক্ষেত্রে ক্লাসিক RuPay, Visa, বা Standard Mastercard-এ সর্বোচ্চ ৭৫ হাজার টাকা তোলা যাবে।
RuPay Platinum এবং Business Platinum NCMC কার্ডে: ১ লক্ষ টাকা দৈনিক তোলা যাবে।
Visa Signature এবং Mastercard Business ডেবিট কার্ড: দেড় লক্ষ টাকা প্রতিদিন তোলা যাবে বলে জানা গিয়েছে।