wife swapping: স্ত্রী অদলবদলের নামে রমরমা যৌনব্যবসা, পর্দা-ফাঁস করল পুলিশ

পুলিশ সূত্রের খবর মূলত সুন্দরী আর স্মার্ট মহিলাদের মাধ্যমে অবিবাহিত পুরুষদেরও টার্গেট করা হত। এদের একটা সোশ্যাল মিডিয়ায় পোজও রয়েছে।

 

স্ত্রী বা প্রেমিকা অদলবদল করে যৌনতা- এই ধরনের সেক্স পার্টির আড়ালে রমরমিয়ে চলছিল যৌন ব্যবসা। চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের পানিউের পুলিশ সেই ভয়ঙ্কর সেক্স ব়্যাকেটের পর্দা ফাঁস করল। একটি বাড়িতে হানা দেয় চেন্নাই পুলিশ। সেখানেই দেখতে পায় রমরমিয়ে চলছে দেহব্যবসা। তারপরই পুলিশ গ্রেফতার করে আটজনকে। যারা অবশ্য নিজেদের একাধিক মহিলার স্বামী হিসেবেই দাবি করে।

গত আট বছর চেন্নাইয়ের পাশাপাশি কোয়েম্বাত্তূর, মাদুরাই , সালেম, ও ইরোডের ম একাধিক শহরে এজাতীয় সেক্স পার্টির আয়োজন করা হয়েছিল বলে হাতে তথ্য পেয়েছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হল- সেন্থিল কুমার, চন্দ্রমোহন, শঙ্কর, ভেলরাজ, পেররাসান, কুমার, সেলভান এবং ভেঙ্কটেশ কুমার। পুলিশ জানিয়েছে কয়েক জন মহিলাকে নিজেদের স্ত্রী হিসেবে পরিচয় দিত। তারপর সেই মহিলাদের মাধ্যমে ফাঁদ পাতা হত অন্য পুরুষদের সামনে। বেশ কয়েকদিন ধরেই সেই মহিলাদের সঙ্গে পুরুষদের সময় কাটাতে দেওয়া হত। কিন্তু পরবর্তীকালে তার জন্যই মোটা টাকা দাবি করত অভিযুক্তরা। ১৩-২৫ হাজার টাকা পর্যন্ত একএকজনের থেকে নেওয়া হয়েছে।

Latest Videos

পুলিশ সূত্রের খবর মূলত সুন্দরী আর স্মার্ট মহিলাদের মাধ্যমে অবিবাহিত পুরুষদেরও টার্গেট করা হত। এদের একটা সোশ্যাল মিডিয়ায় পোজও রয়েছে। সেখানেই বিজ্ঞাপণ দেওয়া হত। পুলিশ আরও জানিয়েছে, মাঝে মাঝেই বিজ্ঞাপন বদল করা হত। যে যেত বেশি টাকাদেবে সে ততবেশি মহিলাদের সঙ্গে সময় কাটাতে পারবে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, এরা মাঝে মাঝেই তাদের আস্তানা বদল করত। সেই কারণে গ্রেফতার করা কিছুটা মুশকিল ছিল।

সূত্রের খবর আট জনকে গ্রেফতার করা হলেও বেশ কয়েকজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। যার বয়স ৩০-৪০। মহিলারা সকলেই বিবাহিত। মহিলাদেরও মোটা টাকার প্রলোভন দেখিয়ে এই পথে আনা হয়েছিল।

এক প্রতিবেশী জানিয়েছে, মাঝেমধ্যেই রাতের দিকে পার্টির ব্যবস্থা করা হত সংশ্লিষ্ট বাড়িটিতে। প্রচুর অচেনা অজানা মানুষও মাঝে মঝ্যে একত্রিত হচ্ছে। ভোরের দিকে তারা চলে যেত। প্রতিবেশীদের কথায় একএকজন পুরুষ প্রায় তিন থেকে জন মহিলার সঙ্গে যৌনতা করছে এই ঘটনা তারাও দেখেছে। যাইহোত দেহব্যবহার এই নোংরাচক্র ভাঙার পর স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

আরও পড়ুনঃ

উৎসবের মরশুমে শহরে জালনোটের ভাণ্ডারের সন্ধান পেল STF, পাচারে অভিযোগে গ্রেফতার ১

চিনা রসুনের বিপদ! কলকাতা আর জেলার বাজারে দেদার বিক্রি হচ্ছে এই নিষিদ্ধ রসুন

মঙ্গলে মহুয়া মৈত্রর ভাগ্য নির্ধারণ, এথিক্স কমিটি তৈরি করতে পারে তদন্ত রিপোর্টের খসড়া

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today