৮ দিনে ১০ বার, পাকিস্তান থেকে ড্রোনে পঞ্জাবে এল ৮০ কেজি অস্ত্র, উদ্দেশ্য আরও এক ২৬/১১

২৬/১১ মুম্বই হামলার মতো আরও এক বড়সড় জঙ্গি হামলা চালানোর চেষ্টা পঞ্জাবে। তার জন্য উচ্চ ভার বহনক্ষম ড্রোনের মাধ্যমে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। চার খালিস্তানি জঙ্গিকে আটক করে এই তথ্য হাতে আসে পুলিশের। অস্ত্র পাঠানোর বিষয়ে হাত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর।

 

উদ্দেশ্য ছিল ২৬/১১ মুম্বই হামলার মতো আরও এক বড়সড় জঙ্গি হামলা চালানো। তার জন্য জঙ্গিদের অস্ত্র জোগান দিতে গত ৮ দিনে ১০ বার উচ্চ ভার বহনক্ষম ড্রোনের মাধ্যমে পঞ্জাবে একে-৪৭সহ প্রায় ৮০ কেজি অস্ত্র এসেছে পাকিস্তান থেকে। পঞ্জাব পুলিশ ত্রান তরণ এলাকায় অস্ত্র উদ্ধারের এক অভিযান চালায়, তাতেই এই অস্ত্র আসার বিষয়টি ধরা পড়েছে। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, জঙ্গিদের এই অস্ত্র পাঠানোর বিষয়ে হাত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর।

গত ২২ সেপ্টেম্বর চার খালিস্তানি জঙ্গি ধরা পড়েছিল ত্রান তরনে। গ্রেফতারির মুখে তারা ড্রোনটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের জেরা করেই পাকিস্তান থেকে অস্ত্র আসার তথ্য পায় পঞ্জাব পুলিশ। তারপরই অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু কীভাবে এই অস্ত্র-সহ ড্রোন কীভাবে ভারতের রেডারের নজরদারি এড়িয়ে এতদিন ধরে ভারতে অস্ত্র বয়ে আনছিল সেই তদন্ত শুরু হয়েছে। ড্রোনটিকে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Latest Videos

এই ড্রোনগুলির একেকটির ওজন ১০ কেজি। একেকবারে ৪ কেজি পর্যন্ত ওজন বহন করার ক্ষমতা রয়েছে। গত ৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ড্রোনে করে অস্ত্র পাঠানো হয়েছে ভারতে। তবে শেষ ড্রোনটি ত্রান তরনের এক গ্রামে মুখ থুবরে পড়ে। সেটিকেই জঙ্গিরা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে।

এই খালিস্তানি জঙ্গিদের পিছনে শুধু পাকিস্তান নয়, সমর্থন রয়েছে জার্মানির একটি গোষ্ঠীরও। পঞ্জাব ও তার আশপাশের রাজ্যগুলিতে পর পর বেশ কয়েকটি বড় ধরণের জঙ্গি হামলা চালানোর পরিল্পনা ছিল তাদের।

আটক জহ্গিদের কাছ থেকে ১৬টি ম্যাগাজিন ও ৪৭২ রাউন্ড গুলি-সহ মোট পাঁচটি একে-৪৭ রাইফেল,  ৮টি ম্যাগাজিন ও ৭২ রাউন্ড গুলি-সহ  চারটি চিনা .৩০ বোরের পিস্তল,    ৯টিু হ্যান্ড গ্রেনেড, পাঁচটি স্যাটেলাইট ফোন, দুটি মোবাইল ফোন, দুটি ওয়্যারলেস সেট, এবং ১০ লক্ষ টাকার জাল নোট মিলেছে।

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News