৮ বছরের ছাত্রীর হৃদরোগে মৃত্যু! এত কম বয়সেও দানা বাঁধছে হার্ট অ্যাটাক, চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে

Published : Jan 08, 2025, 07:49 AM IST
৮ বছরের ছাত্রীর হৃদরোগে মৃত্যু! এত কম বয়সেও দানা বাঁধছে হার্ট অ্যাটাক, চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে

সংক্ষিপ্ত

৮ বছরের ছাত্রীর হৃদরোগে মৃত্যু! এত কম বয়সেও দানা বাঁধছে হার্ট অ্যাটাক, চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে

করোনার পর থেকে ছোট থেকে বড়, সকল বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এবার বেঙ্গালুরুতে ৮ বছরের এক ছাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

কর্ণাটকের বেঙ্গালুরুর কাছে চামরাজনগরের পাথানকুপ্পে গ্রামের লিঙ্গরাজু এবং শ্রুতি দম্পতির মেয়ে তেজস্বিনী (৮)। সে সেন্ট ফ্রান্সিস প্রাইভেট স্কুলে ৩য় শ্রেণীতে পড়ত। প্রতিদিনের মতো তেজস্বিনী গতকাল স্কুলে গিয়েছিল। ক্লাসে শিক্ষিকা পাঠদান করছিলেন। এরপর শিক্ষিকা ছাত্রদের বাড়ির কাজ দেখাতে বলেন।

তেজস্বিনী বাড়ির কাজ দেখাতে যাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমনকি, অচেতন অবস্থায় সে মূত্রত্যাগও করে। এটি দেখে শিক্ষিকা এবং সহপাঠীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে।

স্কুল কর্মীরা তৎক্ষণাৎ ছাত্রীকে কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ছাত্রী ইতিমধ্যেই মারা গেছে এবং মৃত্যুর কারণ হৃদরোগ। তেজস্বিনীর বাবা-মাকে এই খবর জানানো হয়। মেয়ের মৃতদেহ দেখে বাবা-মায়ের কান্না সকলকে মর্মাহত করে।

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট