বিয়েতে এই দুটি কাজ না করলেই দেওয়া হবে ২১ হাজার টাকা পুরস্কার, পঞ্চায়েতের ঘোষণায় খুশি দম্পতিরা

Published : Jan 07, 2025, 09:24 PM IST
Registry Marriage

সংক্ষিপ্ত

বিয়েতে অর্থের অপচয় রুখতে ও গ্রামের পরিবেশ সুস্থ রাখতে বিয়ের অতিথিদের মদ পরিবেশন না করলে ও ডিজের গান বাজান বন্ধ রাখলে নগদে পুরস্কার পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হবে। 

বিয়ের অনুষ্ঠানে এই কাজগুলি না করলেও হাজার হাজার টাকা পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে পঞ্জাবের একটি গ্রামপঞ্জায়েত। পঞ্জাবি বিয়ে মানেই হৈহুল্লোড়, দেদার মদ্যপান, নাচগান। কিন্তু তাতে গ্রামের পরিবেশ নষ্ট হয়। তা রুখতেই বড় সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাবের ভাটিন্ডা জেলার বাল্লো গ্রামপঞ্চায়েত।

পঞ্চায়েতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিয়েতে অর্থের অপচয় রুখতে ও গ্রামের পরিবেশ সুস্থ রাখতে বিয়ের অতিথিদের মদ পরিবেশন না করলে ও ডিজের গান বাজান বন্ধ রাখলে নগদে পুরস্কার পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হবে। টাকার অঙ্ক ২১০০০ হাজার টাকা। বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কৌর জানিয়েছেন, ইদানিং বিয়েতে অতিথিদের মদ পরিবেশনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিয়ের অনুষ্ঠানে প্রবল জোরে গান বাজান হয়। সেখানে ঝগড়াঝাটি হয়। প্রতিবেশীদের ঘুম ছুটে যায়। পড়াশুনার সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। গ্রামের পরিবেশ ঠিক রাখতে পঞ্চায়েত জানিয়েছে, 'আমরা বিয়েতে অপচয় বন্ধ করতে চাই আর সেই কারণেই পুরস্কার ঘধোষণার প্রস্তাব পাশ করিয়েছি।' বাল্লো গ্রামের জনসংখ্যা ৫ হাজার। অমরজিৎ আরও জানিয়েছেন, এতে গ্রামের শিশু, কিশোর, তরুণেরা খেলাধুলো করতে পারবেন। কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া এবং গ্রামে বায়োগ্যাস প্রকল্প তৈরির প্রস্তাবও দিয়েছেন অমরজিৎ। গ্রামের ষুষ্ঠ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে বলে পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছন। 

স্থানীয়দের কথায় পঞ্চায়েত গ্রামে অপচয় বন্ধের পাশাপাশি বাসিন্দাদের ভাল অভ্যাস তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে। এতে একদিকে যেমন আর্থিক লাভ হবে, অন্যদিকে তেমনই মদ ও ডিজেতে বাজে খরচা না করে আর্থিক সাশ্রয় হবে।  পঞ্চায়েতের এই সিদ্ধান্তে গ্রামের উন্নয়ন হবে বলেও মনে করছেন স্থানীয়রা। তবে এখন দেখার কতজন এগিয়ে আসেন এই কাজের জন্য। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ
'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর