শাড়ি পরেই হাতে ডাম্বেল নিয়ে চলছে দৈহিক পরিশ্রম, ৮২ বছরের বৃদ্ধার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Published : Nov 22, 2020, 08:31 PM IST
শাড়ি পরেই হাতে ডাম্বেল নিয়ে চলছে দৈহিক পরিশ্রম, ৮২ বছরের বৃদ্ধার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

বয়স যে কোনও বাধাই নয় তা আবারও প্রমাণ হল শাড়ি পরেই হাতে ডাম্বেল নিয়ে এক বৃদ্ধা চলছে দৈহিক পরিশ্রম সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 

ইচ্ছার কাছে যে কোনও বাধাই বাধা নয় তা আরও একবার প্রমাণিত হল। ৮২ বছরের এক বৃদ্ধাকে দেখা গেল নিজেকে ফিট রাখতে দৈহিক কসরত করতে। শাড়ি পরেই চলছে তাঁর দৈহিক পরিশ্রম। শুধু তাই নয় সেই সঙ্গেই তিনি স্কোয়াটও করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায়। 

নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কখনও তাঁকে দেখা যাচ্ছে তিনি চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে আবার কখনও ভারি ডাম্বেল নিয়েই চলছে তাঁর দৈহিক পরিশ্রম। বৃদ্ধার নাতি তাঁর এই ভিডিও সেশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখলে চোখ কপালে উঠবে অনেকেরই।

আরও পড়ুন- এবার সাঙে ভাসান বন্ধ, জগদ্ধাত্রী পুজোর মাঝেই মনখারাপ কৃষ্ণনগরবাসীর

আরও পড়ুন- মাত্র ৩ মিনিটের এই 'Yoga'করলেই ঘুম হবে দারুণ, ভিডিওতে Viral তরুণী

এখন এই করোনা পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখাটা খুব প্রয়োজন। আর নিজেকে সুস্থ রাখার জন্য দৈহিক পরিশ্রম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকলেই নিজেকে সুস্থ রাখতে অনেক কিছুই করে থাকেন। তবে ৮২ বছর বয়সে এই বৃদ্ধার দৈহিক পরিশ্রমের কাছে হার মানতে হবে অনেককেই।         

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল