8th Pay Commission: বিরাট খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য, ২০২৬-র জানুয়ারিতে লাগু হবে না অষ্টম বেতন কমিশন?

Published : Jun 16, 2025, 05:59 PM IST

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারিতে লাগু হওয়ার কথা থাকলেও, নতুন তথ্য অনুযায়ী, কমিশন গঠনে বিলম্ব হতে পারে। এর ফলে বেতন বৃদ্ধি ও ডিএ আপডেটেও দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কর্মীরা বকেয়া বেতন পেতে পারেন।

PREV
110

দীর্ঘদিন ঘরে খবরে অষ্টম বেতন কমিশন। ২০২৬ সালের জানুয়ারিতে লাগু হতে চলেছে এই অষ্টম বেতন কমিশন।

210

যা কার্যকারী বলে প্রায় তিনগুণ বেতন বাড়বে কর্মীদের। সঙ্গে বাড়বে পেনশন। মোটা টাকা ঢুকরে অ্যাকাউন্টে।

410

এতদিন ধরে জানা যাচ্ছিল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে লাগু হবে অষ্টম পে কমিশন। তবে, এখন এই নিয়ে সামনে এল বড় আপডেট।

510

শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অপেক্ষা করতে হবে। ২০২৬ সালের জানুয়ারিতে বেতন কমিশন গঠিত নাও হতে পারে।

610

অনুমান করা হচ্ছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হতে পারে। এর ফলে, কেন্দ্রীয় কর্মচারীদের ২০২৬ সালে বেতন বা মহার্ঘ্য ভাতা অর্থাৎ ডিএ সম্পর্কিত আপডেটের জন্য অপেক্ষা করতে হতে পারে।

710

তবে, নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হলেও, কর্মীরা বকেয়া বেতন পেতে পারেন।

810

শোনা যাচ্ছে, ২০২৫ সালের জুনের মধ্যেও যদি নতুন কমিশনের টার্মস অফ রেফারেন্স নির্ধারন না হয় তাহলে ২০২৬ সালের জানুয়ারিতে এর বাস্তবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ।

910

এক্ষেত্রে ২০২৬ সালের শেষের দিকে অথবা ২০২৭ সালের প্রথম দিকে দেরি হতে পারে।

1010

তেমনই ফিটমেন্ট ফ্যাক্টর, ২.৫ থেকে ২.৮-র মধ্যে হতে পারে। এক ফলে বাড়বে বেতন।

Read more Photos on
click me!

Recommended Stories