তাঁকে প্রশ্ন করা হয় যে, কেন্দ্রীয় সরকার কখন তাদের সুপারিশ জমা দেবে এবং সেগুলো বাস্তবায়ন করবে? এই উত্তরে অর্থ প্রতিমন্ত্রী বলেন যে ‘গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞাপিত প্রস্তাবে উল্লিখিত হিসাবে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তার গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে সুপারিশ করবে।’ তবে কমিশন যবেই গঠিত হোক না কেন, তা যে ১ জানুয়ারি থেকে কার্যকর হবে তা আগেই জানা গিয়েছে।