কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বিশেষ বার্তা

Published : Dec 13, 2025, 06:12 PM IST

মোদী সরকার মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে, যা সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির একটি নতুন সময়সীমা নির্দেশ করে।

PREV
15

চলতি বছরের শুরুর দিকে মোদী সরকার ঘোষণা করেছে অষ্টম বেতন কমিশনের কথা। প্রতি দশ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন। মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধি করা হয়ে থাকে। এবার গঠিত হবে অষ্টম বেতন কমিশন।

25

জানা গিয়েছিল, ১ জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। তবে শেষ কয় সপ্তাহ ধরে শোনা যাচ্ছে এখনই কার্যকর হচ্ছে না অষ্টম বেতন কমিশন। সূত্রের খবর, নভেম্বরে অষ্টম বেতন কমিশনের টার্ম অফ রেফারেন্সে অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র। তবে, তা ১ জানুয়ারির আগে গঠিত হবে না বলে খবর।

35

এবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। ঠিক কবে থেকে বাড়তি বেতন মিলবে তার ইঙ্গিত মিলল। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান কবে থেকে কার্যকর হবে বেতন কমিশন। কবে মিলবে বাড়তি টাকা।

45

অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ‘অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে। ৩ নভেম্বর ২০২৫ তারিখের অর্থ মন্ত্রকের রেজোলিউশনের মাধ্যমে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের ToR অবহিত করা হয়েছে।’ এরই সঙ্গে বিশেষ মন্তব্য করেন বেতন কমিশন গঠন নিয়ে।

55

তাঁকে প্রশ্ন করা হয় যে, কেন্দ্রীয় সরকার কখন তাদের সুপারিশ জমা দেবে এবং সেগুলো বাস্তবায়ন করবে? এই উত্তরে অর্থ প্রতিমন্ত্রী বলেন যে ‘গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞাপিত প্রস্তাবে উল্লিখিত হিসাবে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তার গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে সুপারিশ করবে।’ তবে কমিশন যবেই গঠিত হোক না কেন, তা যে ১ জানুয়ারি থেকে কার্যকর হবে তা আগেই জানা গিয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories