8th Pay Commission: জানুয়ারি থেকে মূল বেতনের দ্বিগুণ টাকা বেতন পাবেন সরকারি কর্মীরা! নূন্যতম বেতন হবে ৯১ হাজার?

Published : Mar 17, 2025, 11:29 AM IST

8th Pay Commission: জানুয়ারি থেকে মূল বেতনের দ্বিগুণ টাকা বেতন পাবেন সরকারি কর্মীরা! নূন্যতম বেতন হবে ৯১ হাজার?

PREV
18

8th Pay Commission গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণায় প্রায় দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। 

28

মূল্য বৃ্দ্ধির কথা ভেবেই বসানো হচ্ছে অষ্টম বেতন কমিশন। যেহেতু বেড়েছে বাজারদর। দ্রব্য মূল্য বেড়েছে হুড়মুড়িয়ে।

48

এর মধ্যেই আবার অষ্টম বেতন কমিশনের ঘোষণায় মারাত্মক খুশি হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 

58

আগামী বছর জানুয়ারি মাস থেকে লাগু হবে অষ্টম বেতন কমিশন। এরফলে উপকৃত হবেন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

68

এরফলে দ্বিগুণ হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। নূন্যতম বেতন দাঁড়াতে পারে প্রায়১ লক্ষের কাছাকাছি এমনই জানা গিয়েছে।

78

যাদের মাসিক বেতন ৪০ হাজার টাকা তাঁদের বেতন বৃদ্ধি হয়ে টাকার অঙ্ক দাঁড়াবে ৯১ হাজারে।

88

মূল বেতনের প্রায় ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে মহার্ঘ ভাতা। মূল বেতনের ২৪ শতাংশ হারে মিলবে বাড়ি ভাড়ার টাকা।

click me!

Recommended Stories