হিসেব বলছে লেভেল ১ কর্মীদের বেতন ১৮ হাজার থেকে হবে ৩৮ হাজার ৭০০ টাকা লেভেল ৫-র বেতন ২৯,২০০ থেকে ৬২,৭৮০ টাকা হবে। লেভেল ১০ কর্মীদের বেসিক পে ৫৬,১০০ থেকে ১,২০,৬১৫ হতে পারে। লেভেল ১৫ কর্মীদের ১,৮২,২০০ থেকে বেড়ে ৩,৯১,৭৩০ এবং সর্বোচ্চ লেভেল ১৮-এ ২,৫০,০০০ থেকে বেড়ে হবে ৫,৩৭,৫০০ টাকা।