কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নতুন তথ্য প্রকাশ। ১৩ শতাংশের কম বৃদ্ধি পেতে পারে বেতন। ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮ হলে, ১৮ হাজার টাকা বেতন ৩২ হাজার টাকায় বৃদ্ধি পাবে।
ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এবার খারাপ খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। নতুন বেতন কমিশন নিয়ে মিলল নয়া তথ্য।
210
শোনা যাচ্ছে, এবার ১৩ শতাংশেরও কম বাড়বে বেতন। এমনই দাবি করা হয়েছে বহু মানুষ।
310
মূলত ফিটমেন্ট ফ্যাক্টের ওপর নির্ভর করে বাড়ে বেতন। এতদিন শোনা যাচ্ছিল ২.৫৭ সূচকের ওপর ভিত্তি করে বাড়বে বেতন। যদি তা বাস্তবায়িত হয় তাহলে মোটা টাকা আয় বাড়বে কর্মীদের।