DA Hike: অষ্টম বেতন কমিশন গঠনের আগে ফের বাড়ছে বেতন, জুলাই মাসেই মিলবে ৫৯% DA?

Published : Jul 24, 2025, 10:15 AM IST

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের আগেই বেতন বৃদ্ধির সম্ভাবনা। আগামী অগস্ট মাস থেকেই বাড়তি টাকা পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা।

PREV
110

ফের সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় কর্মীরা অগস্ট থেকে পাবেন বাড়তি টাকা। প্রকাশ্যে এল এমনই খবর।

210

অষ্টম বেতন কমিশনের আগে ফের বাড়ছে বেতন। অগস্টের বেতনের সঙ্গে কেন্দ্রীয় কর্মীরা পাবেন বাড়তি টাকা।

310

কেন্দ্রীয় সরকারি কর্মীরা যখন অষ্টম পে কমিশনের জন্য অপেক্ষা করছেন তখন প্রকাশ্যে এল আরও এক খবর। এবার জানা যাচ্ছে আগামী মাস থেকেই বাড়বে টাকা।

410

প্রতি বছর দুবার করে বাড়ে ভাতা। ফেব্রুয়ারি-মার্চ এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে। প্রথমবার জানুয়ারি মাসের ঘোষণা ফেব্রুয়ারি-মার্চ মাসে করা হয়। সরকার যখনই ঘোষণা করুন না কেন তা এই নির্দিষ্ট মাস থেকে কার্যকর হবে।

510

যদি জুন পর্যন্ত CPI-IW স্থিতিশীল থাকে অথবা সামান্য বৃদ্ধি পায়, তাহলে সরকার তা ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে।

610

এর ফলে মোট ডিএ ৫৮ বা ৫৯ শতাংশ বৃদ্ধি পেতেপারে। জুলাই-র শেষে CPI-IW পরিসংখ্যান প্রকাশের পর সেপ্টেম্বর- অক্টোবর মন্ত্রিসভার অনুমোদনের পর ডিএ বৃদ্ধি চূড়ান্ত ঘোষণা করা হবে। তারপর ২ জুলাই ২০২৫ থেকে বকেয়া বেতনের সঙ্গে এর সুবিধা পাওয়া যাবে।

710

৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ফলে ১ জুলাই ২০২৫ থেকে একজন প্রাথমিক স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন যদি হয় ১৮ হাজার তাহলে তা ৫৪০ টাকা বাড়বে।

810

তেমনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন যদি হয় ৩০ হাজার তাহলে তিনি বেসিকের ৫৩ শতাংশ করে বর্তমানে পান। যা বেড়ে হতে পারে ৫৯ শতাংশ।

910

এদিকে আবার অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা হলেও তা নিয়ে চলছে জটিলতা। এখনও প্যানেল তৈরি হয়নি অষ্টম বেতন কমিশনের।

1010

এই নিয়ে চলছে জটিলতা। এখন দেখার কবে গঠিত হয় প্যানেল। আর কবে থেকে কার্যকর হয় এই নতুন পে কমিশন।

Read more Photos on
click me!

Recommended Stories