8th Pay Commission: ১৪ থেকে ১৯ হাজার টাকা বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, সামনে এল নয়া আপডেট

Published : Apr 12, 2025, 08:42 AM ISTUpdated : Apr 12, 2025, 08:48 AM IST

কেন্দ্রীয় সরকার ২০২৬ সালে অষ্টম পে কমিশন গঠন করবে, যেখানে কর্মীদের বেতন বাড়বে। ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধন হলে ১৪-১৯ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।

PREV
110

চলতি বছরের শুরু দিকেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে অষ্টম পে কমিশনের কথা। এই অনুসারে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বেতন বাড়বে কর্মীদের।

210

কিন্তু, কর্মীদের ঠিক কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে জল্পনার অন্ত নেই। এবার সামনে এল এক নয়া তথ্য।

410

অষ্টম বেতন কমিশন গঠিত হলে উপকৃত হবেন ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীরা।

510

অষ্টম বেতন কমিশন ঘিরে সব থেকে বড় আলোচনা চলছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে।

610

বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যা সংশোধন করে করা হতে পারে ৩.৬৮।

710

ফিটমেন্ট ফ্যাকটর ৩.৬৮ হলে সকল কেন্দ্রীয় কর্মীদের বিপুল পরিমাণে বেতন বাড়বে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

810

অষ্টম বেতন কমিশন গঠিত হলে ১৪ থেকে ১৯ হাজার টাকা বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

910

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) । সঙ্গে বাড়বে অবসর প্রাপ্তদের পেনশনও।

1010

হিসেব বলছে প্রতি মাসে ১৪ থেকে ১৯ হাজার টাকা মতো বাড়তি বেতন (Salary) পাবেন কর্মীরা।

click me!

Recommended Stories