চলতি বছরের শুরু দিকেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে অষ্টম পে কমিশনের কথা। এই অনুসারে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বেতন বাড়বে কর্মীদের।
কিন্তু, কর্মীদের ঠিক কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে জল্পনার অন্ত নেই। এবার সামনে এল এক নয়া তথ্য।
২০১৬ সালে গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। এবার তার ১০ বছর পর ২০২৬ সালে গঠিত হবে অষ্টম বেতন কমিশন।
অষ্টম বেতন কমিশন গঠিত হলে উপকৃত হবেন ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীরা।
অষ্টম বেতন কমিশন ঘিরে সব থেকে বড় আলোচনা চলছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে।
বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যা সংশোধন করে করা হতে পারে ৩.৬৮।
ফিটমেন্ট ফ্যাকটর ৩.৬৮ হলে সকল কেন্দ্রীয় কর্মীদের বিপুল পরিমাণে বেতন বাড়বে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
অষ্টম বেতন কমিশন গঠিত হলে ১৪ থেকে ১৯ হাজার টাকা বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) । সঙ্গে বাড়বে অবসর প্রাপ্তদের পেনশনও।
হিসেব বলছে প্রতি মাসে ১৪ থেকে ১৯ হাজার টাকা মতো বাড়তি বেতন (Salary) পাবেন কর্মীরা।
Sayanita Chakraborty