সপ্তম বেতম কমিশন গড়া হয়েছিল ২০১৪-র ফেব্রুয়ারিতে। এটা চূড়ান্ত হয়েছিল মার্চেই। তারপর কমিশন রিপোর্ট জমা দেয় ২০১৫ সালের নভেম্বরে। সরকার বিষয়টিতে সিলমোহর দেয় ২০১৬ সালের জুনে। মানে, ফর্মেশন থেকে ইমপ্লিমেনটেশনে প্রায় ৩৩ মাস সময় লাগল। গত দুটি পে কমিশনই লাগু হতে-হতে গড়ে প্রায় ২-৩ বছর সময় নিয়ে নিয়েছে।