বাড়বে না বেতন। একধাক্কায় খারাপ খবরে মাথা ঘুরে গেল সরকারি কর্মী ও পেনশনভোগীদের। নতুন বছর এখনও শুরু হয়নি। তার আগেই দুসংবাদ শোনাল মোদী সরকার।
উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছে সরকার।
৩% বাড়ানোর পর বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা।
এবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সামনে আসছে বড় আপডেট।
নয়া পে কমিশন কবে গঠিত হবে সেই নিয়ে বিগত কিছু সময় ধরে আলোচনা চলছে।
তবে সরকারের (Central Government) তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার এই নিয়ে সরকার নিজের অবস্থান স্পষ্ট করে দিল।
স্পষ্ট জানানো হয়েছে, আপাতত অষ্টম বেতন কমিশন তৈরির কোনও প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না।
নয়া বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ভালো লাভ হবে।
মূল বেতন, মহার্ঘ ভাতা একধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাবে বলে অনুমান।
তবে এবার কেন্দ্র স্পষ্ট জানাল, এই সংক্রান্ত কোনও প্রস্তাব আপাতত সরকারের বিবেচনায় নেই।