একধাক্কায় ডবল হবে বেতন! অষ্টম পে কমিশন চালু হলে কত ঢুকবে অ্যাকাউন্টে? দেখুন হিসেব

মোটা টাকা ঢুকতে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের অ্যাকাউন্টে। অষ্টম পে কমিশন চালু হলেই একধাক্কায় দ্বিগুণ হয়ে যেতে পারে তাঁদের মাইনে! কত ঢুকবে অ্যাকাউন্টে ? দেখুন হিসেব

Parna Sengupta | Published : Jan 23, 2025 10:19 AM
112

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মৌলিক বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সরকারি সুবিধেগুলি সংশোধন করতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনে করা হয়েছে।

212

স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর খুশি ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী তথা পেনশনভোগীরা।

312

কারণ বিগত কয়েকমাস ধরেই নতুন পে কমিশন গঠনের জন্য দাবি জানানো হচ্ছিল। সেই মতে, আগামী ২০২৬ সালে নতুন বেতন কমিশন তৈরির প্রস্তুতি শুরু করছে সরকার।

412

প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন হয়। শেষবার ২০১৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল। যার মেয়াদ শেষ হবে আগামী ৩১ শে মার্চ ২০২৫ সালে।

512

তারপরেই অষ্টম বেতন কমিশন চালু হবে। যার ফলে সরকারী কর্মীদের নূন্যতম বেতন থেকে পেনশন যেমন বাড়বে তেমনি DA ও অন্যান্য ভাতার পরিমাণও বেড়ে যাবে।

612

নতুন বেতন কমিশন তৈরী হলে সবচেয়ে বেশি যেটা সুবিধা হয় সেটা হল বেতন কাঠামোর পুনর্গঠন। এক ধাক্কায় নূন্যতম বেতন অনেকটাই বেড়ে যায়, যেটা সরাসরি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীদের অনেকটাই স্বস্তি দেয়।

712

শেষবার ষষ্ঠ থেকে সপ্তম পে কমিশন হওয়ার সময় নূন্যতম বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়ে গিয়েছিল। সেই হিসাবে এবারেও বেতন দ্বিগুণ হয়ে যেতে পারে বলেই আশা করা হচ্ছে।

812

সকল কেন্দ্র সরকারি কর্মীদের মনে একটাই প্রশ্ন সবার আগে আসছে সেটা হল, অষ্টম পে কমিশন চালু হলে নূন্যতম বেতন হিসেবে কত টাকা আসতে পারে?

912

এর উত্তর হিসাবে জানা যাচ্ছে বর্তমানে যেখানে ১৮,০০০ টাকা নূন্যতম বেতন রয়েছে সেটা বেড়ে ৩৪,৫৬০ টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে নূন্যতম পেনশন ৯,০০০ টাকা থেকে বেড়ে ১৭,২৮০ টাকা হয়ে যাবে।

1012

তবে এই হিসাবের সবটাই এই মুহূর্তে অনুমান মাত্র। নতুন পে কমিশন গঠন হলেই আসল টাকার অঙ্ক প্রকাশ্যে আসবে।

1112

প্রসঙ্গত, বাজেট ২০২৫ সামনে আসার আগে কেন্দ্রীয় কর্মীদের সংগঠনগুলির তরফ থেকে আরও একটি দাবি পেশ করা হয়েছে।

1212

করোনা মহামারীকালে ১৮ মাসের মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। সেই বকেয়া ভাতা কর্মীদের দেওয়ার ব্যবস্থা করা হোক এই দাবি জন্য হয়েছে প্রি বাজেট বৈঠকেও।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos