স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ৫ ফুট লম্বা সাপ! নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কোথা থেকে এল এই সাপ?

Published : Oct 15, 2022, 01:53 PM IST
 স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ৫ ফুট লম্বা সাপ! নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কোথা থেকে এল এই সাপ?

সংক্ষিপ্ত

পাঁচ ফুট লম্বা চেকারড কিলব্যাক সাপটি সাধারণত এশীয় জলজ সাপ। বাংলায় এই সাপকে ঢোরা বা জলঢোরা সাপ বলা হয়। শনিবার সকালে অমিত শাহের বাড়ির গার্ড রুমের সামনে প্রথম নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে সাপটি।

সাত সকালে বিপত্তি দিল্লিতে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ল আস্ত একটি সাপ। বিষয়টি নিরাপত্তা রক্ষীর নজরে আসতেই হইহই পড়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বিশালাকার এই সাপ দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। তবে এই সাপ নির্বিষ প্রকৃতির বলেই ধারণা করা হচ্ছে। 

পাঁচ ফুট লম্বা চেকারড কিলব্যাক সাপটি সাধারণত এশীয় জলজ সাপ। বাংলায় এই সাপকে ঢোরা বা জলঢোরা সাপ বলা হয়। শনিবার সকালে অমিত শাহের বাড়ির গার্ড রুমের সামনে প্রথম নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে সাপটি। প্রথমটায় আতঙ্কিত হলেও পরে  বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণ দফতরে খবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণ দফতরের জন্য কাজ করা একটি এনজিওতে খবর দেওয়া হয়। পরে ওয়াইল্ডলাইফ এসওএস-এর দুই সদস্যের একটি দল এসে সাপটিকে উদ্ধার করেন। সাপটি নির্বিষ দেখে খানিকটা নিশ্চিন্ত হন তাঁরা। তারপর কাঠের প্যানেলের সাহায্যে সাপটিকে উদ্ধার করা হয়। 

এই চেকার্ড কিলব্যাক প্রজাতির সাপ প্রধানত হ্রদ, নদী এবং পুকুর, নালা, কৃষি জমি, কূপ ইত্যাদিতে পাওয়া যায়। এই সাপ নির্বিষ প্রকৃতির হওয়ায় প্রাণহানির কোনও আশঙ্কা ছিল না। তবে পাঁচ ফুট লম্বা এই সরীসৃপ সবার নজর এড়িয়ে কী ভাবে শাহগৃহে ঢুকে পড়ল সেই নিয়ে উঠছে প্রশ্ন। 

 

আরও পড়ুন-
‘হ্যাগরিড’-হারা হগওয়র্টস! চলে গেলেন বিখ্যাত চরিত্রাভিনেতা রবি কোলট্রেন 
মেরামতির কাজের জেরে বাতিল একের পর এক লোকাল ট্রেন, সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে অনেক ট্রেনের যাত্রাপথও
শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে টিচার্স ট্রেনিং সেন্টারের যোগ? এবার মানিক-ঘনিষ্ঠের সেন্টারে ইডি অভিযান

PREV
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী