Maharashtra News: বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেই শেষ ফেয়ারওয়েল! কলেজ পড়ুয়া তরুণীর চরম পরিণতি

সংক্ষিপ্ত

Viral News: বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাসিমুখে মঞ্চে বক্তৃতা দিতে দিতে হঠাৎই সংজ্ঞা হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর কুড়ির এক তরুণী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন…                                 

Viral News: বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাসিমুখে মঞ্চে বক্তৃতা দিতে দিতে হঠাৎই সংজ্ঞা হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর কুড়ির এক তরুণী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বর্ষা খারাট। তিনি মহারাষ্ট্রের ধারাশিব জেলার আরজি শিণ্ডে কলেজে পড়াশোনা করতেন।

জানা গিয়েছে, এদিন ছিল তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বাকি পড়ুয়াদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তারপর বক্তৃতা দিতে ওঠেন মঞ্চে। দেখা যায়, বেশ স্বচ্ছন্দেই তিনি হাসিমুখে বক্তৃতা দিচ্ছিলেন। পরমুহূর্তেই আচমকা সংজ্ঞা হারিয়ে মঞ্চের মধ্যেই পড়ে যান বর্ষা। ছুটে আসেন আশপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা। কিন্তু দেখা যায় তরুণীর শরীরে কোনও সাড়া নেই। দ্রুত তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আচমকা গোটা ঘটনায় হতভম্ব হয়ে পড়েন কলেজের সকলে। দ্রুত খবর দেওয়া হয় মৃত তরুণীর পরিবারের সদস্যদের। এভাবে মঞ্চে বক্তব্য রাখতে রাখতে মৃত্যুর ঘটনায় শোকে বিহ্বল তাঁর সহপাঠীরাও। 

Latest Videos

 

 

উল্লেখ্য, ওই তরুণী ৮ বছর বয়স থেকেই হৃদরোগে ভুগেছিলেন। কিন্তু গত ১২ বছরে আর সেরকম কোনও সমস্যা হয়নি তার বলে পরিবার সূত্রে খবর। চিকিৎসকরা মনে করছেন, আচমরাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আর সেই কারণেই সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এমন ঘটনায় স্তম্ভিত কলেজ কর্তৃপক্ষ। গোটা কলেজে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি, তরুণীর মৃত্যুতে একদিন কলেজের সমস্ত পঠনপাঠন বন্ধ রাখার কথাও ঘোষণাও করা হয়েছে বলে জানা গিয়েছে। 

 

Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের