স্যানিটারি প্যাড চেয়েছিলেন ছাত্রী, যোগীরাজ্যে ক্লাস থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক?

Published : Jan 26, 2025, 11:44 PM IST
school exam

সংক্ষিপ্ত

কিন্তু অভিযোগ, সেই জন্য তাঁকে প্রায় এক ঘণ্টা ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। 

আবারও বিতর্ক যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের একটি স্কুলে পরীক্ষা চলাকালীন স্যানিটরি প্যাড চেয়েছিলেন একাদশ শ্রেণির এক ছাত্রী।

কিন্তু অভিযোগ, সেই জন্য তাঁকে প্রায় এক ঘণ্টা ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপরেই ছাত্রীর বাবা জেলাশাসকের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার, ওই ছাত্রী নিজের স্কুলে পরীক্ষা দিতে বসেছিল। কিন্তু তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সেই সময় হটাৎই তাঁর ঋতুস্রাব শুরু হয়ে যায়। যদিও স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি বলে গুরুতর অভিযোগ সামনে এসেছে।

ছাত্রীর বাবা অভিযোগ করছেন, তাঁর মেয়ে স্কুলের প্রধানশিক্ষককে পুরো বিষয়টি জানিয়ে একটি স্যানিটরি প্যাড চেয়েছিল কিন্তু উল্টে তিনি তাঁকে ক্লাস থেকে বের করেন দেন। শুধু তাই নয়, ক্লাসের বাইরে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় বলেও ছাত্রীর বাবা অভিযোগ করেছেন।

আর এরপরেই জেলাশাসক, রাজ্য মহিলা কমিশন, ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুল (ডিআইওএস) এবং মহিলা কল্যাণ দফতরের কাছে অভিযোগ জানান সেই ছাত্রীর বাবা। ডিআইওএস দেবকী নন্দন এরপর জানিয়েছেন, তদন্ত চলছে। দোষীরা নিশ্চয়ই উপযুক্ত শাস্তি পাবে।

কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়েও, একজন মেয়েকে স্যানিটারি ন্যাপকিন চাওয়ার জন্য শাস্তির মুখে পড়তে হবে? তাও আবার কিনা স্কুলে। সত্যিই ভাবার বিষয়। আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরপ্রদেশ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট