মডেলের সাহস দেখে বাকরুদ্ধ নেটপাড়া, ভাইরাল হতে অন্তর্বাস পরে চা খেলেন, উঠল শালীনতার প্রশ্ন

Published : Nov 21, 2024, 11:51 AM IST
model

সংক্ষিপ্ত

বাঙালি মডেল হেমশ্রী ভদ্র বিকিনি পরে রাস্তায় ঘোরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে তিনি পথচারীদের জিজ্ঞাসা করছেন, তাঁর পোশাকে তাদের কোনও সমস্যা হচ্ছে কিনা। 

মডেলের সাহস দেখে বাকরুদ্ধ নেটপাড়া। তিনি হলেন হেমশ্রী ভদ্র। পেশায় তিনি মডেল এবং কন্টেন্টক্রিয়টর। হেমশ্রী খ্যাতি পাওয়ার লক্ষ্যে সব সময়ই বিতর্কিত ভিডিও বানিয়ে থাকে। প্রায়শই নিজের তৈরি ভিডিওতে নতুনত্ব কিছু যোগ করতে চায় যাতে তা দ্রুত ভাইরাল হয়।

এবার হেমশ্রীর ভিডিও মুহূর্ত ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। বিকিনি পরে অবাধে রাস্তায় ঘুরতে দেখা গেল তাঁকে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিকিনি পরে জনবহুল রাস্তায় ঘুরে বেরাচ্ছেন। আর উপস্থিত লোকদের প্রশ্ন করছে এতে তাদের সমস্যা হচ্ছে কি না।

ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি বলছেন আমি যদি এমন পোশাক পরে ঘুরে বেড়াতে পারি তবে কী মনে হয় আমাদের সমাজে মেয়েরা নিরাপদ? পাশাপাশি এই ধরনের পোশাক পরায় কোনও সমস্যা আছে কি না তাও জানতে চাওয়া হচ্ছে সকলের থেকে। ভাইরাল এই ভিডিওতে মডেলকে একটি চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করতে দেখা যাচ্ছে। চা বিক্রেতাকে তিনি জিজ্ঞাসা করেন এমন পোশাক একজন মহিলা পরে আছেন তাতে কোনও সমস্যা আছে কি না?

 

 

ভিডিওটি মুহূর্তে হল ভাইরাল। যা দৃষ্টি আকর্ষণ করল সকলের। হেমশ্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল ভরে গিয়েছে কমেন্টে। বিভিন্ন ধরনের কমেন্ট দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, এরাই সমাজটা ধ্বংসের দিকে ঠেকে দিচ্ছে। আবার একজন লিখেছেন লজ্জায় এই ভিডিও আমি দেখতে পাইনি। তবে, এই সব কমেন্ট তেমন কিছু আসে যায় না হেমশ্রীর। ভাইরাল হওয়ার লক্ষ্যেই যে এমন ভিডিও তিনি তৈরি করেছেন তা বলার অপেক্ষা রাখে না।

 

PREV
click me!

Recommended Stories

এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে কেন সম্মান? শীতকালীন অধিবেশনের ৭ম দিনে কী হবে?
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর