একরত্তি শিশুর কন্ঠে লতার 'লাগ যা গলে', লাফিয়ে লাফিয়ে ভাইরাল হচ্ছে ভিডিও

  • ছোট্ট শিশুর গানের ভিডিওতে মাতছে নেটিজেনরা 
  • আধো উচ্চারণ আর নির্ভুল সুরে গান ছোট্ট শিশুর 
  • ওই শিশুর গানের এই ভিডিও রীতিমতো ভাইরাল 
  • শিশুটির গানের ভিডিওতে বিস্ময় প্রকাশ করেছে অনেকে 

debojyoti AN | Published : Oct 12, 2019 1:40 PM IST / Updated: Oct 12 2019, 07:57 PM IST

কথায় বলে সঙ্গীতের কোনও বয়স হয় না। সুর এসে গলায় বসলেই  গান গাওয়া সম্ভব।  আর তাই বোধহয় তালিমের পাশ দিয়ে না গেলেও কোনও কোনও সঙ্গীত শিল্পীর সুরের মূর্চ্ছনায় ভাসতে হয় আপামর শ্রোতাকে। তাই বলে একরত্তি পুঁচকে! যখন একটা দুটো করে ছোট ছোট শব্দ বলে হাততালি কোড়ানোর সময়, টলমল পায়ে বাড়ি মাতিয়ে রাখায় সময়, তখন  সেই পুঁচকে তার সুরের  মাধুরীতে মাতাচ্ছে সকলকে। ভিডিওটি শোনার পর ইতিমধ্যে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

এই ছোট্ট শিশুটির গানের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। 'তাই তাই তাই' বা 'বুলবুল পাখি ময়না টিয়ের' বদলে ওই ছোট্ট শিশুটি গান গাইছেই সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের  'লাগ যা গলে ফির না আয়ে'। ওই পুঁচকের সবে জীবন শুরু হল। এখন জীবন জুড়ে খেলা আর আনন্দ। এই গানের মানে বোঝা ওর পক্ষে সম্ভব নয়, ভাব বোঝা তো অনেক দূরের কথা।  কিন্তু গানটা শোনার সময় গলার সুরে এসব কথা বোঝার উপায় নেই। সরস্বতী যে গলায় বাস করে, সেই গলার গানের সুর কি বয়স দেখে আসে! ভাইরাল হওয়া ছোট্ট শিশুটির এই ভিডিও যেন সেই বার্তাই পাঠাতে চাইছে প্রতিটি শ্রোতার মনে। 

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News