পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পরে যে কোনও সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে প্রত্যেককে সাবধান থাকতে হবে। এমনকী স্মার্ট ফোনেও আনতে হবে বিশেষ কিছু বদল।
পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পরে যে কোনও সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে প্রত্যেককে সাবধান থাকতে হবে। এমনকী স্মার্ট ফোনেও আনতে হবে বিশেষ কিছু বদল।
27
যুদ্ধের পরিস্থিতি এলে যাতে স্মার্টফোনেই সেই অ্যালার্ট পৌঁছে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য সেটিং-এ আনতে হবে সামান্য বদল।
37
জরুরি অ্যালার্ট মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অমিত দুবে।
সরকার বিভিন্ন জরুরি অবস্থায় যেমন হামলা প্রাকৃতিক দুর্যোগের সময় স্মার্টফোনে অ্যালার্ট পাঠায়। এই অ্যালার্ট বাজে প্রায় ৬০ সেকেন্ড ধরে।
57
বিমান বা ক্ষেপনাস্ত্র হামলার সতর্কতায় ব্যবহৃত হয় এই অ্যালার্ট। এর জন্য ফোনের সেটিং অবশ্যই ঠিক করতে হবে।
67
প্রযুক্তি বিশেষজ্ঞ রিনা সিং জানিয়েছেন, অনেকেই এই সেটিংস সম্পর্কে জানেন না। এই অ্যালার্ট চালু করতে সেটিংসে গিয়ে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশন নির্বাচন করতে হবে।
77
এরপর ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্টে গিয়ে অ্যালাও অ্যালার্টস এবং টেস্ট অ্যালার্টস চালু করতে হবে। এই সেটিংস অন থাকলেই যেকোনও সময়মিলবে জরুরি সময়ের অ্যালার্ট।